1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার তালতলী বন্দরে র‍্যাবের অভিযান: দুর্ধর্ষ ডাকাত সরদার নুর মোহাম্মদ গ্রেফতার

কোটা আন্দোলন ঘিরে সহিংসতার নেতৃত্বে ছাত্রদল ও শিবির

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

১৯ জুলাই (শুক্রবার) নগরের জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর, আন্দরকিল্লা-কাজীর দেউড়ি-নিউমার্কেট এলাকায় পুলিশ বক্সে হামলাসহ নারকীয় তাণ্ডবে জামায়াত-শিবিরের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া জুবিলী রোডের সহিংসতায় জড়িত দুজন ছাত্রদল নেতাকেও চিহ্নিত করেছে পুলিশ। ‍কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে ওই দিন জুমার নামাজ শেষে লালদীঘি মাঠে গায়েবানা জানাজার পর বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর চালানো হয়।

ওই দিনের ঘটনার একাধিক ছবি ও ভিডিওতে তাণ্ডবের নেতৃত্বে দেখা গেছে চট্টগ্রাম মহানগর উত্তর ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি খালেদ সাইফুল্লাহ এবং বর্তমান সেক্রেটারি তানজীর হোসেন জুয়েলসহ একাধিক নেতাকর্মীকে। পুলিশও একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের সম্পৃক্ততা পেয়েছে।

আন্দরকিল্লা মসজিদ মার্কেটের সামনে লাঠিসোটা হাতে দলবল নিয়ে অবস্থানে ছিলেন জামায়াতে ইসলামীর সাংস্কৃতিক শাখার চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি ইসমাইল চৌধুরী।

আরেকটি ভিডিওতে জুবিলি রোড এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা গেছে উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. তরিকুর রহমানকে। তার নেতৃত্বে নগরের জুবিলি রোড এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রমাণ পেয়েছে পুলিশ। এছাড়া সেদিন মহসিন কলেজ ছাত্রদলের সহসভাপতি মো. আব্দুল আলী রাব্বীরও উপস্থিতি ছিল এনায়েতবাজার মোড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৯ জুলাই দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের লালদিঘী মাঠে কোটাবিরোধী আন্দোলনকারীদের আয়োজন ও অংশগ্রহণে নিহতদের স্মরণে গায়েবানা জানাজার কর্মসূচি ছিল। কিন্তু সেখানে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। জানাজার মাঠে তাদের রাজনৈতিক স্লোগান দিতেও দেখা গেছে। জানাজা শেষে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কোতোয়ালী মোড় হয়ে নিউমার্কেট এলাকায় পৌঁছালে সেখানে দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় কার্যালয়ের বাইরে থাকা কাঁচ ভেঙে যায়। এর আগে ইটপাটকেল নিক্ষেপ করা হয় কোতোয়ালী থানাতেও। এরপর নিউমার্কেট মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর চালায় মিছিলকারীরা।

ভাঙচুরের পর মিছিলটি নিউমার্কেট থেকে জুবিলি রোড হয়ে কাজীর দেউড়ি এলাকায় আসে। পথে কয়েক দফা ভাঙচুর চালানো হয় আশপাশের এলাকায়। ওরা সড়কে অগ্নিসংযোগ করে সংঘর্ষে জড়ায় পুলিশের সাথেও।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট