1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় পাকিস্তানে জিজেইউএস প্রতিনিধি দলের সফর ভোলায় বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক -১ চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপে অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত এমপিও নামক সোনার হরিন কি আদৌ মিলবে? ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে আবারও অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্রসহ কথিত এক ভূয়া সমন্বয়ক গ্রেফতার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত। ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন জলঢাকায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ ওস্মারক লিপি প্রদান ও অবস্থান কর্মসূচি

হত্যাকাণ্ড ঘটাতে ছোট ছোট গ্রুপ গঠন ও পরিকল্পনা

ঢাকা বুলেটিন ডেক্স
  • প্রকাশিত: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

কোটা আন্দোলনের বিভিন্ন গ্রুপে জিহাদের ডাক
• হত্যাকাণ্ড ঘটাতে ছোট ছোট গ্রুপ গঠন ও পরিকল্পনা
——————-

শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া ও আন্দোলনে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তৃতীয় পক্ষের অনুপ্রবেশের পর স্তমিত হয়ে গেছে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে বিএনপির কর্মসূচী ঘোষণা ( https://drive.google.com/file/d/199OZc0eMOep67MNkOt9-ATzfNUsJXEUh/view?usp=sharing ) এবং গণ অধিকার পরিষদ ও ছাত্রদল সংশ্লিষ্টতের আন্দোলনের হুঁশিয়ারিতে সারা নেই সাধারণ শিক্ষার্থীদের। যদিও আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষ হত্যার বিচারের দাবিতে এখনও অনড় রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু বিএনপি-জামায়াতের ডাকা সরকার পতনের আন্দোলনে তাদের কোন সাড়া নেই। এমন এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ দেশের সেনাবাহিনী, পুলিশ ও সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বড় পরিসরে হামলার জন্য জিহাদের ডাক দিয়েছে একটি গোষ্ঠী ( https://drive.google.com/file/d/1cOMsvbPGbG_brb68Kx5XWs196rl4pxFn/view?usp=sharing ) । নিজেদের পরিচয় গোপন করে ইসলামি রাষ্ট্র বাস্তবায়নের জন্য ‘এই হত্যার বিকল্প নেই’ বলে জানিয়ে কোটা আন্দোলন বিষয়ক বিভিন্ন ম্যাসেজিং গ্রুপ ও ফেসবুক গ্রুপে প্রচারণা চালাচ্ছেন তারা।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের একদফা দাবিতে এ মাসের শুরু থেকে দেশজুড়ে আন্দোলন চালায় সাধারণ শিক্ষার্থীরা। পরে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের ভুল ব্যাখা দিয়ে এই আন্দোলন নিয়ে বিতর্কের সৃষ্টি। পরবর্তীতে শিক্ষার্থীদের ঢাল বানিয়ে দেশজুড়ে শুরু হয় বিএনপি-জামায়াত এবং ছাত্রদল-শিবিরের তাণ্ডব। গত ১৫-১৬ জুলাই শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎপরতা চালিয়ে সুফল পাবার পর ১৭ তারিখ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পলাতক আসামী তারেক রহমানের নির্দেশনায় ১৮ তারিখ থেকেই ছাত্রদল সরাসরি এই ছাত্র আন্দোলনের প্রতিটি ইউনিটে অনুপ্রবেশ করে। একই দিন ঘোষণা দিয়েই আন্দোলনে প্রবেশ করে ছাত্র শিবির। এ সময় পরিকল্পিতভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সমন্বয়কের দায়িত্ব পালন করা নেতাকর্মীরা আন্দোলনে অংশগ্রহণের পাশাপাশি বহিরগতদের প্রবেশের সুযোগ করে দেয় পরিকল্পিতভাবে। যার ফল হিসেবে সংঘর্ষে নিহত হন অসংখ্য শিক্ষার্থী, সাধারণ মানুষ ও শিশু।

এরইমধ্যে কোটা আন্দোলনের ছয় সমন্বয়ক তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। এছাড়া বরিশাল, খুলনা, যশোরসহ বিভিন্ন স্থানে কোটার আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। এরপরও কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আবারও পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু সমন্বয়ক। তারা সরকারের মন্ত্রীদের পদত্যাগসহ নয় দফা আল্টিমেটাম দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে। যার মাধ্যমে দেশজুড়ে আবারও বিএনপি-জামায়াতের তাণ্ডব চালানোর মঞ্চ তারা তৈরি করার প্রচেষ্টা নিয়েছে বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। এই নয় দফার অনেকগুলো দাবির সঙ্গে নিজেদের সমর্থনের কথা জানালেও রাজপথে বড় জমায়াত করে আরও একবার নিজেদের তৃতীয় পক্ষের রাজনীতির কারণ হতে দিতে চান না এই শিক্ষার্থীরা।

এদিকে কোটা আন্দোলন নিয়ে সহিংসতা যেন বন্ধ না হয় সে জন্য ধর্মকে ব্যবহার করা শুরু হয়েছে বিভিন্ন ম্যাসেজিং গ্রুপ ও ফেসবুকে। কোটার জন্য তৈরি করা গ্রুপগুলোতে দেওয়া হচ্ছে জিহাদের ডাক। যারা এই জিহাদের পোস্ট দিচ্ছে তারা তাদের পরিচয় গোপন করে এই কাজগুলো করছে। এমন একটি পোস্টে লেখা হয়, ‘এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। যুলুম, অন্যায় আর তাগুতী শাসনের বিরুদ্ধে নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হতে হবে আমাদের সবার। যদি দোতলা জাহাজের নিচ তলায় ফুটো হয়, তাহলে উপরের তলার মানুষ রক্ষা পায় না। তাই আসুন, আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সাধ্যমতো ঘটে যাওয়া গণহত্যা, চলমান গণগ্রেফতার এবং সামগ্রিক যুলুম ও তাগুতী শাসনের বিরুদ্ধে থাকি।‘ ( https://drive.google.com/file/d/1cOMsvbPGbG_brb68Kx5XWs196rl4pxFn/view?usp=sharing )

পোস্টের শেষে লেখা ছিলো- তামিম আল আদনানী। এই আদনানী জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলামের সদস্য। নিজের চেহারা গোপন রেখে বিভিন্ন সময় উস্কানিমূলক পোস্ট দিতে দেখা গেছে এই আদনানীকে।
টেলিগ্রামের অপর এক গ্রুপে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকলকে হত্যার জন্য আলোচনা করা হচ্ছে। সেই সঙ্গে সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুপ্ত হামলার মাধ্যমে কিভাবে হত্যা করা যায় সে বিষয়ে আলোচনা হচ্ছে। ( https://drive.google.com/file/d/1_jcfOWCx_cpYW8vSlidq4INMqAndz6rg/view?usp=sharing , https://drive.google.com/file/d/1Ix1nfXmeNrpnz5gzmMwM1tARkiiPZPkh/view?usp=sharing , ) ২০১৩-১৫ সালে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম চলাকালে এভাবেই জঙ্গিগোষ্ঠী গুলো চোরাগুপ্তা হামলার মাধ্যমে হত্যা করেছিলেন আন্দোলনে নেতৃত্ব দেয়া অনেককে। অভিজিৎ রায়, দীপনের মতো অনেকেই এ সময় নিহত হন নৃশংসভাবে। এ ধরণের কার্যক্রমে ‘জিহাদ নয়, হত্যাকাণ্ড’ হিসেবে মত দেন ইসলামী চিন্তাবীদগণ।

ইসলামি চিন্তাবীদ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বলেন, হাদিসে আছে যাকে চেনা যায় না বা কোনো পরিচয় নেই। যেমন তার বাবা-মা কোথায় থাকে, কোথায় পড়াশোনা করেছে বা যা যার চেহারা চেনা যায় না, কোরআন হাদিসে এমন ব্যক্তিকে শয়তান বলা হয়েছে। তাই তার কোনো কথায় অনুপ্রাণিত হওয়া যাবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট