ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে ইসরায়েল ও মালির মধ্যকার ম্যাচে প্রায় ১ হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হবে। বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে প্রতিবাদের আশঙ্কা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পার্ক দে প্রিন্সেসে ইসরায়েল–মালি ম্যাচ এবং লিঁওতে ইউক্রেন–ইরাক ম্যাচকে উচ্চ ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে ফ্রান্সের নিরাপত্তা বাহিনী। ইউক্রেন–ইরাক ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। বিএফএম টেলিভিশন ও আরএমসি রেডিওকে দারমানিন বলেছেন, ‘সব প্রতিযোগিতারই নিরাপত্তা পরিকল্পনা থাকে। কিন্তু এটা সত্যি যে এ দুটি ম্যাচ, বিশেষ করে পার্ক দে প্রিন্সেসের ম্যাচে নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী ব্যূহ থাকবে। আজ রাতে পার্ক দে প্রিন্সেসে হাজারখানেক পুলিশ কর্মকর্তা থাকবেন, যাঁরা নিশ্চিত করবেন আমরা খেলাধুলার জন্যই সেখানে আছি।’