1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল–পটুয়াখালী ২৩০ কেভি সঞ্চালন লাইনের ক্ষতিগ্রস্ত ১৬ পরিবার পেল ক্ষতিপূরণের চেক জার্মান অর্থনীতি ২০২৬ সালে মৃদু বৃদ্ধির সম্মুখীন, বিশ্ব বাণিজ্য স্থবিরতার কারণে: আইডব্লিউ ইনস্টিটিউট সিরিয়ার অর্থনীতি বৃদ্ধির গতি ত্বরান্বিত, শরণার্থীরা ফিরে আসছে: কেন্দ্রীয় ব্যাংক প্রধান AMD প্রধান বললেন, চীনে AI চিপ পরিবহনে ১৫% কর দেওয়ার জন্য প্রস্তুত কোম্পানি ভারতীয় ONGC রক্ষার পথে রাখছে রাশিয়ার সাখালিন-১ প্রকল্পে ২০% অংশীদারিত্ব লেবানন প্রেসিডেন্ট: সিজফায়ার আলোচনার মূল লক্ষ্য ইসরায়েলি আক্রমণ বন্ধ করা পূর্ব এশিয়ায় চীনের সর্ববৃহৎ সামরিক মোতায়েনে তাইওয়ান ও জাপানের উদ্বেগ  ভোলায় কাজী ফার্মসের কন্ট্রাক্ট ফার্মিং বন্ধের দাবিতে ১০ হাজার প্রান্তিক খামারির ৭ দিনের আল্টিমেটাম জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে প্রথম হল পটুয়াখালী, ধারাবাহিক সাফল্যে বিভাগেও অগ্রণী পটুয়াখালীতে আন্তঃজেলা ছিনতাইচক্রের ৭ সদস্য গ্রেফতার, চারটি অটোগাড়ি উদ্ধার

খাগড়াছড়িতে বসতবাড়ীর সামনে ফসলি জমি কাটায় হুমকির মুখে বাড়ি ও রাস্তা

মিঠুন সাহা, খাগড়াছড়ি
  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন এর হেডম্যান পাড়া এলাকার ইটভাটার কাজে মাটির টপসয়েল ও ফসলি জমি নির্বিচারে কাটায় হুমকির মুখে পড়েছে তিনটি বসতবড়ি ও চলাচলের রাস্তা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন বাড়ির মালিক।

মঙ্গলবার (২ জুলাই) বিকালে সরোজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।

জানা যায়, ভাইবোন ছড়া ইউনিয়ন এর হ্যাডম্যান পাড়া এলাকায় তিন পরিবারের লোকজন বসবাস করে। ভাইবোন ছড়া ইউনিয়ন এর হ্যাডম্যান সাপুরাম রোয়াজা নিজ স্বার্থে পাশের পানছড়ি উপজেলার নালকাটা এলাকার ইটভাটার মালিক মনির কোম্পানির সাথে ইটের প্রধান উপকরণ মাটি বিক্রির চুক্তিপত্র করেন।এবং মাটি বিক্রি করেন।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপণ নিয়ন্ত্রণ আইন- ২০১৩ অনুযায়ী আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার ও ফসলি জমির এক কিলোমিটারের মধ্যে থেকে মাটি কাটা যাবে না। কিন্তু এ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বয়োবৃদ্ধ দীজেন্দ্রলাল ত্রিপুরা ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ভাইবোন ছড়া ইউনিয়ন শাখার সভাপতি সুবল ত্রিপুরার বসতবাড়ীর সামনের ফসলি জমি থেকে গত ৩/৪ মাস আগে চেইন এক্সকাভেটর দিয়ে মাটি কেটে পুকুর বানিয়ে ফেলেছে ইটভাটার লোকজন। এর ফলে তিনটি বসতবাড়ি ও চলাচলের ইটের রাস্তা যা হুমকির মুখে পড়েছে। এছাড়া মাটি বহনের কারণে ইট সোলিং রাস্তাটিও দেবে নষ্ট হয়ে গেছে। এবং অনেক জায়গায় ভেঙ্গে গেছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক বয়োবৃদ্ধ দীজেন্দ্রলাল ত্রিপুরা ও সুবল ত্রিপুরা বলেন, আমরা হ্যাডম্যান সাপুরাম রোয়াজাকে বারবার নিষেধ করেছি এখান থেকে মাটি না কাটার জন্য।তিনি আমাদের কোন কথা শুনেনি।এখন আমাদের চলাচলের রাস্তা ভেঙ্গে গেছে।এবং বসতবাড়িও হুমকির মুখে আছে।আমরা এই বিষয়য়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এ ব্যাপারে হ্যাডম্যান সাপুরাম রোয়াজা বলেন, আমি আমার ভাই ও ভাতিজাসহ সবাইকে জানিয়ে মাটি কেটেছি। এখন যা ক্ষতি হয়েছে তা আমরা বসে ব্যবস্থা নিব।এবং বাধ বেধে দেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট