1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১১ মে ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটা সৈকতে স্রোতের তোড়ে ডুবে পর্যটকের মৃত্যু G7 নেতৃবৃন্দ ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে আহ্বান জানিয়েছেন নিয়ামতপুর সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যানের দাফন সম্পন্ন উৎসবমুখর পরিবেশে শেষ হলো জিজেইউএস আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট মধ্যরাতে দূর্বৃত্তদের দেয়া আগুনে খড়ের পালা পুড়ে ছাই বাংলার শিক্ষা ব্যবস্থা আজ রসাতলে, কর্জ টাকা ফেরত চাওয়ায় পাওনাদারকে পিটিয়ে আহতের অভিযোগ ১৭ হাজার কোটি টাকায় নির্মিত হবে ভোলা-বরিশাল সেতু বন্ধুত্ব থেকে বৈবাহিক বন্ধন: চীনা যুবকের ভালোবাসায় নতজানু ভোলার পরিবার ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের উদ্যোগে ”বর্ষাবরণ ও ঈদ পুনর্মিলনী” উদযাপন অনুষ্ঠিত হয়েছে

নুরুল ইসলাম টুকু, খাগড়াছড়ি
  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১০৩ বার পড়া হয়েছে

২৮ জুন সন্ধ্যায় খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিল শেডে আড়ম্বর আয়োজনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে “বর্ষাবরণ ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয়ের আমন্ত্রনে সাড়া দিয়ে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে আরও রাঙ্গিয়ে তুলেন জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি,মাননীয় প্রতিমন্ত্রী,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মো: সহিদুজ্জামান ও তার সহধর্মিণী, জনাব নির্মলেন্দু চৌধুরী,মেয়র,খাগড়াছড়ি পৌরসভা, জনাব টুটুল কুমার নাগ,উপ-পরিচালক, শিক্ষা মন্ত্রণালয় সহ খাগড়াছড়ি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পী থেকে শুরু করে পুলিশ সদস্যদের নাচ এবং মধুর কন্ঠে গাওয়া গান ও সুর ধ্বনিতে এক অন্যরকম আনন্দঘন পরিবেশে সৃষ্টি হয়েছিল।

এসময় পুলিশ সুপার আমন্ত্রিত অতিথিবৃন্দ’দের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে,
প্রাত্যহিক কর্মব্যস্ততার বাইরে পরিবারের সাথে এই বর্ণিল ও উৎসবমুখর দিনটি জেলা পুলিশের প্রত্যেক সদস্যের চিরায়ত সংস্কৃতির প্রতি ভালবাসা বৃদ্ধি ও বাংলা সংস্কৃতিকে হৃদয়ে লালন করতে সহায়ক হবে।
খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি আমুল উন্নয়নের কারিগর কর্মগুনে আলো ছড়ানো পুলিশ সুপার আরও বলেন আমরা আশা করি, কর্মব্যস্ত সময়ের ফাঁকে আবারও কোনো অবসরে আমরা একই আনন্দ ও উচ্ছ্বাস হৃদয়ে ধারণ করে আবারও মিলিত হব এরকম কোনো আয়োজনে।

এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান উপভোগ শেষে প্রধান অতিথি জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি, মাননীয় প্রতিমন্ত্রী,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বক্তব্য প্রদানকালে খাগড়াছড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে,রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী। সেক্ষেত্রে সমতল জেলা থেকে পাহাড়ি জেলা এলাকায় দায়িত্ব পালন করা অনেক চ্যালেঞ্জিং বলে মনে করেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়।
পুলিশ সদস্যদের দায়িত্বের পাশাপাশি মানসিক শান্তি রক্ষার্থে বিনোদনের খোরাক হিসেবে এধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক সুফল বয়ে আনবে । মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় নিজেও উক্ত অনুষ্ঠান অত্যান্ত প্রাণভরে উপভোগ করেছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট