1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল–পটুয়াখালী ২৩০ কেভি সঞ্চালন লাইনের ক্ষতিগ্রস্ত ১৬ পরিবার পেল ক্ষতিপূরণের চেক জার্মান অর্থনীতি ২০২৬ সালে মৃদু বৃদ্ধির সম্মুখীন, বিশ্ব বাণিজ্য স্থবিরতার কারণে: আইডব্লিউ ইনস্টিটিউট সিরিয়ার অর্থনীতি বৃদ্ধির গতি ত্বরান্বিত, শরণার্থীরা ফিরে আসছে: কেন্দ্রীয় ব্যাংক প্রধান AMD প্রধান বললেন, চীনে AI চিপ পরিবহনে ১৫% কর দেওয়ার জন্য প্রস্তুত কোম্পানি ভারতীয় ONGC রক্ষার পথে রাখছে রাশিয়ার সাখালিন-১ প্রকল্পে ২০% অংশীদারিত্ব লেবানন প্রেসিডেন্ট: সিজফায়ার আলোচনার মূল লক্ষ্য ইসরায়েলি আক্রমণ বন্ধ করা পূর্ব এশিয়ায় চীনের সর্ববৃহৎ সামরিক মোতায়েনে তাইওয়ান ও জাপানের উদ্বেগ  ভোলায় কাজী ফার্মসের কন্ট্রাক্ট ফার্মিং বন্ধের দাবিতে ১০ হাজার প্রান্তিক খামারির ৭ দিনের আল্টিমেটাম জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে প্রথম হল পটুয়াখালী, ধারাবাহিক সাফল্যে বিভাগেও অগ্রণী পটুয়াখালীতে আন্তঃজেলা ছিনতাইচক্রের ৭ সদস্য গ্রেফতার, চারটি অটোগাড়ি উদ্ধার

হাটহাজারীতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী

জাবেদ হোসাইন হাটহাজারী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

বহুল প্রচারিত ও গণমানুষের পছন্দের শীর্ষে থাকা দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী হাটহাজারীতে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) উপজেলা কৃষি কনফারেন্স রুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

যায়যায়দিন পত্রিকার হাটহাজারী প্রতিনিধি ও হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ও দৈনিক নয়াবাংলা প্রতিনিধি শ্যামলা নাথ।

এতে হাটহাজারী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব ইউনুস গনি চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেছেন আমরা হাটহাজারীকে সুন্দর করে সাজাতে চাই। কোন সন্ত্রাস চাঁদাবাজি হাটহাজারীতে করতে দেয়া হবেনা। ভূমি দস্যুতা, মাটি খেকো, চাঁদাবাজি নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আর এতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। একজন প্রকৃত সাংবাদিক উপজেলার আনাচে কানাচে ঘুরাফেরা করে। উনি জানেন কোথায় কি হচ্ছে। কোথায় চাঁদাবাজি হচ্ছে কোথায় জোরপূর্বক জায়গা দখল হচ্ছে, কোথায় মাদকের বেচাকেনা তিনি জানবেন যা অনেকের পক্ষে জানা সম্ভব না। তার সাহসী লেখনির মাধ্যমে উঠে আসলে তড়িৎ ব্যবস্থা নিতে পারবে প্রশাসন।

উপজেলা চেয়ারম্যান আরও বলেন, যায়যায়দিন যখন একটি ম্যাগাজিন ছিল সেই তখন থেকে এ পত্রিকার ভক্ত তিনি। তিনি হাটহাজারীর জনগণের দুর্ভোগ, নির্ভয়ে দুর্ণীতির সংবাদ প্রকাশ পাশাপাশি সরকারের উন্নয়ন দিকগুলি প্রকাশ করার আহবান জানান সাংবাদিকদের প্রতি। হাটহাজারীর সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দলমত নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্ঠার মধ্য দিয়ে শান্তির জনপদ হিসেবে খ্যাত হাটহাজারী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত একটি স্মার্ট হাটহাজারী হিসেবে গড়ে উঠবে এ প্রত্যাশা করেন প্রধান অতিথি।

প্রধান বক্তার বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম মশিউজ্জামান বলেন, যায়যায়দিনে প্রকাশিত হাটহাজারীর প্রত্যেকটা সংবাদ আমি পড়ি। দুর্ভোগ, কৃষির উপর সুন্দর প্রতিবেদন, হ্যাকারদের কবলে ভাতাভোগী সংবাদগুলো খুবই গুরুত্বপূর্ণ। সম্প্রতি দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী নিয়ে চমৎকার প্রতিবেদন। আশা করছি যায়যায়দিনে এভাবে বস্তুনিষ্ঠ জনগুরুত্বপূর্ণ সংবাদ নিয়মিত আসবে এ প্রত্যাশাই করি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শাহনেওয়াজ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক ময়েদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান। গুমানমর্দ্দন পেশকারহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ শাকের উল্লাহ চৌধুরী, আজিমপাড়া গাউছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান রাজু, ইসলামি যুবসেনা পৌরসভা সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন রুবেল, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি এস, এম সেলিম।এ ছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইনকিলাব ও চট্টগ্রাম মঞ্চের প্রতিনিধি আসলাম পারভেজ, সহ সভাপতি ও মিডিয়া এক্সপ্রেস নির্বাহী সম্পাদক জাহেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক ও ডেইলী অবজারভারের প্রতিনিধি উজ্বল নাথ, সহ সম্পাদক ও দৈনিক শাহ আমানতের প্রতিনিধি জাহেদুল আলম, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) ও দৈনিক সকালের সময়ের প্রতিনিধি সুমন পল্লব, অর্থ সম্পাদক ও দৈনিক অধিকারের আবুল মনছুর, প্রচার সম্পাদক ও দৈনিক ইনফো বাংলার সহ সম্পাদক রিমন মুহুরী, হাটহাজারী প্রেস ক্লাব সদস্য ও 24ghonta.news প্রতিনিধি মুহাম্মদ কুতুব উদ্দিন, হাটহাজারী প্রেস ক্লাব সদস্য ও এনটিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের দপ্তর সম্পাদক ও দৈনিক জনবাণী’র প্রতিনিধি মোহাম্মদ আবু নোমান, সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি এম ওসমান গনি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও দৈনিক সময়ের কাগজের এইচ এম এরশাদ, ধর্ম বিষয়ক সম্পাদক ও দৈনিক আমার সংবাদের সাহাবুদ্দীন সাইফসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট