1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটা সৈকতে এক দিনের মধ্যে ফের আইরাবতী ডলফিনের মৃতদেহ ভেসে উঠলো বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবি, ২০ জেলে দুর্ঘটনায় ১৪ জন উদ্ধার, ৬ জন নিখোঁজ পটুয়াখালীতে আলোচিত ডাচ বাংলা ব্যাংক বুথের দস্যু প্রধান জাহিদ সরদার গ্রেফতার ইউক্রেন শান্তি আলোচনার অপেক্ষায় তেলের দাম বাড়লো  রাশিয়ার ‘বিশেষ যন্ত্রণা’ থাকায় ভারতে তেল সরবরাহ অব্যাহত থাকবে, জানালেন দূতাবাস কর্মকর্তা প্রযুক্তি শেয়ার বিক্রির ধাক্কায় ইউরোপীয় শেয়ারবাজারে পতন প্রযুক্তি খাতের দুর্বলতায় ইউরোপ ও এশিয়ার বাজারে পতন শেইনের আইপিও জটিলতা: চীনের গ্লোবাল ব্যবসায় বহির্গমনের চ্যালেঞ্জ মাস্ক নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা ধীরে নিয়ন্ত্রিত করছেন: WSJ রিপোর্ট জ্যাকসন হলের আগে ফেড সংশ্লিষ্ট বাজারে ডলারের মূল্য বৃদ্ধি

হাটহাজারীতে জেল ফেরত আসামির ঝুলন্ত লাশ উদ্ধার

জাবেদ হোসাইন, হাটহাজারী
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারীতে আবুল ফয়েজ (৫০) নামে একব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আবুল ফয়েজ ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজাদী বাজার এলাকার বাদশা মিয়া বাড়ির মৃত শামসুল আলমের ছেলে। তার এক ছেলে এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।
রবিবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ১ নম্বর রেলগেটের উত্তরে পশ্চিম পট্টি এলাকার মামুন সেন্টার নামক একটি ভাড়া বাসার ১২৬ নম্বর কক্ষ থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি ধারণা করেছেন আবুল ফয়েজ আত্মহত্যা করেছেন।
আবুল ফয়েজের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ছয়মাস আগে একটি হত্যা মামলায় জামিনে আসেন। এর আগে ২০২২ সালের ১২ আগস্ট ফটিকছড়ির তার গ্রামের বাড়িতে সংঘটিত একটি হত্যা মামলায় তিনি গ্রেপ্তার হন এবং উক্ত হত্যা মামলার সাথে জড়িত ছিল বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রায় ১ বছর ১০ মাস জেল খেটে জামিনে আসেন। এরপর থেকে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম পট্টি এলাকার মামুন সেন্টার নামক একটি ভাড়া বাসায় একা বসবাস করে আসছিলেন।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট