1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

রাজশাহীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন

জাহিদ হাসান সাব্বির, রাজশাহী
  • প্রকাশিত: শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া পশ্চিম পাড়া এলাকার অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলাম এর বিরুদ্ধে এক নারীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী একই এলাকার সাইদুল ইসলামের স্ত্রী ঝর্না বেগম শনিবার বেলা তিনটার সময় রাজশাহী মহানগরীর মাস্টার কিচেন নামক রেষ্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে ঝর্নার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করছেন ভুক্তভোগীর ননদ আকতারী খাতুন।  

 

লিখিত বক্ত্যব্যে জানা যায়, গত তিন মাস থেকে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলাম ঝর্নাকে নানা রকম ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এর মধ্যে গতকাল ৭জুন শুক্রবার দুপুরে পাশের বাড়ি শ্যমলীর বাসায় পানি নেয়ার জন্য তিনি গেলে অভিযুক্ত জাহিদুল ইসলাম তার হাত ধরে টানা টানি শুরু করে। এ সময় তার চিৎকারে আসে পাশের লোকজন এগিয়ে আসলে জাহিদুল ইসলাম চলেযায়। এ বিষয়ে ঝর্না বেগম নগরীর রাজপারা থানায় অভিযোগ পত্র দাখিল করেছেন। এ সময় সংবাদ সম্মেলন থেকে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলামের বিচার দাবি করেন ভুক্তভোগী ঝর্না বেগম। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্বামী সাইদুল ইসলামসহ তার প্রতিবেশিরা উপস্থিত ছিলেন।

এমন অভিযোগ বিষয়ে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঝর্না বেগমের সাথে তার বাড়ি করার সময় থেকে একটু শত্রুতা ছিলো। সে প্রতিনিয়ত তাদের আজে বাজে ভাষায় গালিগালাজ করতো। গতকাল শুক্রবার ও এমন গালিগালাজ ও হাতাহাতির সময় আমি তাকে প্রতিহত করতে তার হাত ধরেছিলাম তার কোন শ্লীলতাহানী করিনি বলে জানান তিনি। 

অন্যদিকে ঝর্না বেগমের অভিযোগ বিষয়ে রাজপারা থানার এ.এস আই আশরাফুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম । ঘটনা যাচাই বাছাই করে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্ট জাহিদুল ইসলাম ঝর্না বেগমের হাত ধরে টানাটানি করেছে এমন ঘটনার সত্যতা পেয়েছি। থানার অফিসার ইনচার্জকে জানিয়ে পরবর্তি আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট