1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

উপজেলা নির্বাচনে কাঙ্খিত ভোট না পাওয়ায় জামানত হারালেন

এম,এ,মান্নান, নিয়ামতপুর, (নওগাঁ)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নির্ধারিত ভোট না পাওয়ায় জেলা আ. লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আলহাজ আবেদ হোসেন ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন জামানত হারিয়েছেন।
ফলে দেখা যায়, আনারস প্রতীকে আলহাজ আবেদ হোসেন ভোট পেয়েছেন ৫৫২টি এবং স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন জোড়া ফুল প্রতীকে ভোট পেয়েছেন ৩৮৬টি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের স্বাক্ষরিত ফলে এ তথ্য জানা গেছে।
তিনি জানান, নিয়ামতপুর উপজেলায় মোট ভোটার ২ লাখ ১১ হাজার ৭৫৬ জন। এরমধ্যে ভোট পড়েছে ১ লাখ ৫ হাজার ১২১টি। মোট ৭৯টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, প্রার্থীর প্রাপ্ত ভোট যদি মোট প্রদত্ত ভোটের ১৫ শতাংশের কম হয়, তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সেক্ষেত্রে চেয়ারম্যান প্রার্থী আলহাজ আবেদ হোসেন ও সোহরাব হোসেন নির্ধারিত ভোটের চেয়ে কম ভোট পেয়েছেন। এবার নির্বাচন কমিশনে প্রার্থী হওয়ার জন্য জামানত দিতে হয়েছে চেয়ারম্যান পদে ১ লাখ ও ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা।
নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো উপজেলা আ. লীগের সহসভাপতি ফরিদ আহমেদ (মোটরসাইকেল) প্রতীকে ৩৯ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আ. লীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ (কাপ-পিরিচ) প্রতীকে ভোট পেয়েছেন ২৩ হাজার ১৩৬ ভোট।উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে রায়হান কবির রাজু (চশমা) প্রতীকে ৪১ হাজার ২৪১ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমিন আরা খাতুন (হাঁস) প্রতীকে ৪৩ হাজার ৪৯৯ ভোট নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটানিং কর্মকর্তা ও নিয়ামতপুর ইউএনও ইমতিয়াজ মোরশেদ বলেন, উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। নিয়ামতপুরে ৪৯ দশমিক ৬৪ ভাগ ভোটার ভোট দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট