1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

৩৫প্রত্যাশীদের মানবাধিকার কমিশনে স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধির দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বিকালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপিতে বলা হয়, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি চাই অর্থাৎ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ চেয়ে আন্দোলন করে আসছে। সরকার বিষয়টি উপলব্ধি করে ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের পাতা নং ৩৩ এর শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরিখে যুক্তিসংগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছিলো। কিন্তু দুঃখের বিষয় গত ৫ বছরে এই বয়সসীমা বৃদ্ধি হয়নি।এছাড়া দ্রুত সময়ের ভিতরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বাস্তবায়ন করার জন্য প্রজ্ঞাপন জারী করতে অনুরোধ জানানো হয়।
বাংলাদেশের উচ্চ শিক্ষিত চাকরিপ্রার্থীরা বিগত প্রায় ১২ বছর (২০১২ সাল) থেকে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার লক্ষ্যে দীর্ঘ সময় ধরে রাজপথে আন্দোলন করে যাচ্ছে।মাঝে ২০২০ সালের করোনা মহামারি চাকরির বাজারে করুন প্রভাব ফেলেছে তবুও বাংলাদেশ সরকার স্থায়ীভাবে বয়সসীমা বৃদ্ধি করেনি।
যেখানে বিশ্বের ১৬২ দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ সেখানে শুধু পাকিস্তান ও বাংলাদেশে বয়সসীমা ৩০ বছরকে অনুসরণ করে আসছে।
এছাড়াও বলা হয়, দ্রুত প্রজ্ঞাপন চেয়ে ছাত্র সমাজের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য দাবি বাস্তবায়নে ১১ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থী সমাগমের মধ্য দিয়ে গণভবন মুখী পদযাত্রা করলে শাহবাগ প্রশাসন শিক্ষার্থীদের ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেয় এবং ছাত্ররা সেখানে শান্তিপূর্ণ ভাবে অবস্থান নেওয়ার চেষ্টা করলে বিকালে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং ১২ জনকে গ্রেফতার করে আন্দোলনের মুখপাত্র ও ঢাবি সমন্বয়কসহ ৪০০/৫০০ অজ্ঞাতনামা মিথ্যা মামলা প্রদান করেন। গত ১২মে হাইকোর্ট জামিন মঞ্জুর করেন।

বিকাল তিনটা থেকে জাতীয় মানবাধিকার কমিশনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন, বিশ্বের কোনো দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করতে রাস্তায় এসে দাঁড়াতে হয়নি। অথচ বাংলাদেশে এই চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫করতে শিক্ষার্থীদের রাস্তায় এসে দাঁড়াতে হচ্ছে। এর চেয়ে অমানবিক বিষয় আর হতে পারে না!
আন্দোলনের আহ্বায়ক শরিফুল ইসলাম শুভ বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেনো মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই যৌক্তিক দাবীটি বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করার ব্যবস্হা করেন এবং নিরীহ শিক্ষার্থীদের নামে যে মিথ্যা মামলা হয়েছে তা প্রত্যাহার করতে হস্তক্ষেপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট