1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

বিষমুক্ত মৌসুমি ফলের নিশ্চয়তায় অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

বিষমুক্ত মৌসুমি ফল নিশ্চিত করার দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পরিবেশ আন্দোলন সংগঠন ‘পরিজা’। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অনুষ্ঠিত এই মানববন্ধনে ফরমালিন মিশ্রিত ফল বিক্রির বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে বিক্রিত অনেক ফলেই রাসায়নিক দ্রব্য যেমন ফরমালিন মেশানো হচ্ছে। এগুলো গ্রহণ করলে মানুষের শরীরে ক্যানসার, কিডনি রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে। তাই সকল ফলেই ফরমালিন মিশ্রিত করা বন্ধ করতে হবে।

আন্দোলনকারীরা ব্যবসায়ীদের দুর্নীতি ও মুনাফালোভের বিরুদ্ধে তীব্র শব্দবাণ নিক্ষেপ করেন। তারা বলেন, ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে ফলের পাশাপাশি নানা খাদ্যদ্রব্যে ভেজাল মেশাচ্ছেন। তাদের এই দুষ্কৃতির বিরুদ্ধে সরকারের প্রণীত আইন রয়েছে কিন্তু মাঠ পর্যায়ে কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

পরিজার পক্ষ থেকে বক্তারা দাবি জানান, সরকারকে অবিলম্বে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়াও নির্দিষ্ট সময়ে পরিপক্ক ফলসমূহ সংগ্রহ এবং বাজারজাত করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে রাসায়নিক মেশাবার প্রয়োজন না হয়।

মানববন্ধন সভায় বক্তারা সতর্ক করে বলেন, জনস্বাস্থ্য নিরাপদ না করতে পারলে তাদের আন্দোলন আরও তীব্র হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের সমন্বিত প্রচেষ্টায় যাতে সকল ফল বিষমুক্ত ও নিরাপদ হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট