1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় পাকিস্তানে জিজেইউএস প্রতিনিধি দলের সফর ভোলায় বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক -১ চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপে অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত এমপিও নামক সোনার হরিন কি আদৌ মিলবে? ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে আবারও অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্রসহ কথিত এক ভূয়া সমন্বয়ক গ্রেফতার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত। ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন জলঢাকায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ ওস্মারক লিপি প্রদান ও অবস্থান কর্মসূচি

নারী উদ্যোক্তাদের সহায়তায় সরকারের নতুন পদক্ষেপ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

বাংলাদেশের নারী উদ্যোক্তা সম্প্রদায়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার নতুন কিছু পদক্ষেপ নিয়েছে। গতকাল ‘উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট’ (উই)-এর উই হাটবাজারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব পদক্ষেপের কথা ঘোষণা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব পলক।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে উই-এর তালিকাভুক্ত ২০০০ নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে গ্রান্ট প্রদান করা হয়েছে। এছাড়া আরও ৫০০০ নারী উদ্যোক্তাকে একই গ্রান্ট প্রদানের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, স্টার্টআপ বাংলাদেশের মাধ্যমে যে সব নারী উদ্যোক্তা নিজেদের উদ্যোগকে আরও বড় করতে ও বিশ্বায়নের চেষ্টা করবেন, তাদের জন্য ৫ কোটি টাকা পর্যন্ত ইকুইটি ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে।

নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ মাস্টারক্লাসের ব্যবস্থা থাকবে। এতে লিডারশিপ, কমিউনিকেশন ও প্রোডাক্ট প্রেজেন্টেশন স্কিলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পণ্য ব্রান্ডিং ও ডিজিটাল মার্কেটিংয়ে সহায়তার জন্য টেলিটক বিশেষ ইন্টারনেট প্যাকেজ চালু করবে। আর নগদ ডিজিটাল ব্যাংক থেকে নারী উদ্যোক্তারা বিশেষ আর্থিক ঋণও পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ই-কমার্স খাতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ প্রায় ৫০ শতাংশ। ২০১৭ সালে শুরু হওয়া উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট বর্তমানে প্রায় ৫ লক্ষাধিক নারী উদ্যোক্তার সমন্বয়ে গঠিত এবং এটি এখন একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের প্রায় ৯০০০ নারী ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে কর্মরত রয়েছেন। তারা সরকারি সেবা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর এক সাহসী সিদ্ধান্তের কারণেই নারীদের এই কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “আমাদের নারী উদ্যোক্তাদের স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী। এই সাহসী নারীদের শক্তি কাজে লাগিয়ে আমরা শহর-গ্রাম ও নারী-পুরুষ বৈষম্য দূর করে অসাম্প্রদায়িক ও প্রগতিশীল স্মার্ট বাংলাদেশ গড়বো।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট