1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

মাসের প্রথম ১০ দিনেই ঝড়ো রেমিট্যান্স এলো

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

ঈদের আনন্দ যেন বাড়িয়েছে প্রবাসী বাংলাদেশিরা। দেশের অর্থনীতিতে অতুলনীয় সমৃদ্ধি এনে চলতি মাসের প্রথম ১০ দিনেই প্রবাসীরা ঘরে পাঠিয়েছেন রেকর্ড ৮১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এই রেকর্ড পরিমাণ রেমিট্যান্স গত এপ্রিল ও গত বছরের মে মাসের তুলনায় অনেক বেশি।

সোমবার (১২ মে) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে। এর আগে গত এপ্রিলে প্রতিদিন গড়ে এসেছিল ৬ কোটি ৮১ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। আর গত বছরের মে মাসে এটি ছিল প্রতিদিন গড়ে ৫ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৬৬৬ ডলার। অর্থাৎ এবারে রিমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড গড়েছে।

রেমিট্যান্স গ্রহণকারী ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, মে’র প্রথম ১০ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭১ কোটি ৫১ লাখ ৩০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৯ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ডলার। বিশেষায়িত এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে আরও ৪৭ লাখ ডলার রেমিট্যান্স।

এক্ষেত্রে ইসলামী ব্যাংকের ভূমিকা ছিল সর্বাধিক। একক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের মাধ্যমেই সর্বোচ্চ ২৭ কোটি ২৬ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে দেশে। দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক, যার মাধ্যমে এসেছে ৮ কোটি ২৬ লাখ ৫০ হাজার ডলার।

বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্সের অবদান অপরিসীম। ঈদের এই রেকর্ড রেমিট্যান্স প্রবাহ করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে বড় সবল সম্বল দেবে বলে আশা করছেন অর্থনীতিবিদরা। প্রবাসীদের পাশাপাশি সংশ্লিষ্ট সকল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করছেন তাঁরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট