1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা ভোলায় পোস্টাল ব্যালটে ভোটার ১৪ হাজার ছাড়াল, চার আসনেই প্রস্তুতি সম্পন্ন জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‘১ বক্স নীতি’ বাস্তবায়ন ব্যর্থতার দায় জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাষ: ইসলামী আন্দোলন বাংলাদেশ জলবায়ু ঝুঁকির মাঝেও ভোলায় আশার নতুন ঠিকানা ১ বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ; ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর সংবাদ সম্মেলন

মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ‘বডি অন’ ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছে পুলিশ। মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে নতুন সংযোজন হিসেবে “বডি অন” ক্যামেরা বিশেষ ভূমিকা রাখবে।

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার হিলালপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘বডি অন’ ক্যামেরার মহড়া ও কেন্দ্র পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। তখন তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলে নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, “জেলায় ৫৫৪টি কেন্দ্র। কেন্দ্রগুলোর ঝুঁকি আমরা যাচাই করছি। সেই অনুপাতেই আমরা নিরাপত্তা কথা বিবেচনায় রেখে জোরদার করব। এবার ভোট কেন্দ্রগুলোতে থাকবে অনলাইন ‘বডি অন’ ক্যামেরা। এই ক্যামেরার কাজ হচ্ছে তাৎক্ষণিক দৃশ্যপট ধারণ ও রেকর্ড করা। এটি যে এলাকায় থাকুক না কেন তা নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে। যেখানেই কোন অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হবে সেখান থেকেই আমরা দেখে দ্রুত ব্যবস্থা নিতে পারব।”

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) নোবেল চাকমা বলেন, জেলার ব্যাপি প্রায় ২৭৯৯ বর্গকিলোমিটার। সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভা মিলিয়ে মোট জনসংখ্যা ২১ লাখ ২২ হাজার ৭০৩ জন। এর মধ্যে পাঁচ উপজেলায় সীমান্তবর্তী এলাকা রয়েছে। জেলার ভোটার সংখ্যা প্রায় ১৫ লাখ ৯০ হাজার ৬১৩ জন।

“ভোট কেন্দ্রগুলোকে আমরা সাধারণ, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা অনুযায়ী তথ্য ভিত্তিক চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করব। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আামরা একাধিক ‘বডি অন’ ক্যামেরা রাখব।”

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসিফ মহিউদ্দিন বলেন, ‘বডি অন’ ক্যামেরার মাধ্যমে একযোগে পুলিশ সদরদপ্তর, বিভাগীয় ডিআইজি কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, “এবারের ভোটকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা সুন্দর, শান্তিপূর্ণ গ্ৰহনযোগ্য ভোটগ্রহণের লক্ষ্যে কাজ করছি।”

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, প্রত্যেকটি ভোটকেন্দ্র দফায় দফায় পরিদর্শন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট