
ভোলার চরফ্যাশনে জমি আত্মসাতের লোভে উদ্দেশ্য প্রনোদিত ভাবে একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা হত্যা মামলা দিয়ে নিরীহ পরিবারকে নিঃস্ব করার পায়তাড়ায় লিপ্ত রয়েছে একটি ভূমিদস্যু চক্র। এর প্রতিবাদে ও মিথ্যা মামলা থেকে অব্যাহুতি পেতে সংবাদ সম্মেলন করেছে, উপজেলার কলমী ইউনিয়নের নাংলাপাতা-২ নং ওয়ার্ডের হত্যা মামলার প্রধান আসামী আলাউদ্দিন মৃধার পরিবার।
ভোলার একটি পত্রিকা অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় ভূক্তভোগীরা অভিযোগ করে বলেন, স্থানীয় আধু মৃধার সাথে আলাউদ্দিন মৃধার দীর্ঘ দিনের জমি সংক্রান্ত বিরোধ চলছিলো।
বিগত দিনে আধু মৃধার ছেলে আলআমিন ও তাদের পরিবারের লোকেরা আলাউদ্দিন মৃধাকে তার ভোগ দখলীয় জমি হতে অন্যায় ভাবে উৎখাত কারার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। এমতাবস্থায় আসামী আলাউদ্দিন মৃধা আধু মৃধার বিরুদ্ধে চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতে একটি বন্টন মামলা দায়ের করেণ। মামলা নং দেঃ ১৫৭/২৫। এতে দিনে দিনে ক্ষিপ্ত হয় আধু মৃধা, তার ছেলে আলআমিন মৃধাসহ পুরো পরিবার।
গত ৪ নভেম্বর আধু মৃধা হৃদ রোগে আক্রান্ত হয়ে প্রথমে ভোলা ও পরে ঢাকা জাতীয় হৃদ রোগ ইন্সটিটিউটে ভর্তি হয় এবং সেখানে এ রোগে তার মৃত্যু হয়। এ স্বাভাবিক মৃত্যুকে ইস্যু বানিয়ে ও অন্য ভাবে প্রভাবিত করার লক্ষে গত ০৭ নভেম্বর আধু মৃধার ছেলে আলআমিন মৃধা বাদি হয়ে আলাউদ্দিন মৃধাসহ ৪জনকে আসামী করে শশীভূষণ থানায় একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করে। মামলা নং-০৩। তারিখ- ০৭/১১/২৫। উল্লেখ্য এ মামলার ৪নং আসামী শিহাব একজন কিশোর এবং এসএসসি পরীক্ষার্থী।
এ মামলায় আসামীরা পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে গেলে। মামলার বাদী আলআমিন মৃধা বহিরাগত কিছু সংখ্যক সন্ত্রাসীদের সহযোগীতা নিয়ে আলাউদ্দিন মৃধার গরু, ছাগল, বসতঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার দামীয় আসবাবপত্র ও গাছপালা কেটে লুট করে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে প্রধান আসামী আলাউদ্দিন মৃধার মেয়ে ইসরাত জাহান আরো অভিযোগ করে বলেন, আধু মৃধাকে কেউ হত্যা করেনি। হৃদরোগ জনিত কারণে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। যেটা হাসপাতালের ডেথ সার্টিফিকেটে (DISEASE) লেখা রয়েছে এবং ময়না তদন্ত ও সুরতহাল রিপোর্টে তা প্রমান করবে।
অন্যদিকে বর্তমানে নিহত আধু মৃধার ছেলে মামলার বাদী আলআমিন মৃধা আসামী পক্ষকে এই বলে চাপ প্রয়োগ করছে, যদি আসামী আলাউদ্দিন মৃধা তাদেরকে ২০ লাখ টাকার জমি লিখে দেয় তাহলে তারা এ মিথ্যা হত্যা মামলাটি তুলে নিবে। অন্যথায় এ মামলায় তাদেরকে দীর্ঘদিন জেল খাটতে হবে।
ওই এলাকার সচেতন মহল জানান, আধু মৃধার হৃদরোগজনিত স্বাভাবিক মৃত্যু হয়েছে।
যেটা ডেথ সার্টিফিকেটে স্পষ্ট। কিন্তু একমাত্র তার ছেলে আলআমিন মৃধা, জমি আত্মসাতের উদ্দেশ্যে তার মৃত বাবাকে নিয়ে অন্যায় ভাবে অবৈধ বাণিজ্যের মিশনে নেমেছে।
এ মিথ্যা মামলা হতে অব্যাহুতি পেতে, তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী আলাউদ্দিন মৃধার পরিবার।
এ ব্যাপারে অভিযুক্ত মামলার বাদী আলআমিন মৃধার সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।