
ভোলার খালপাড় এলাকায় অবৈধ দখল উচ্ছেদ এবং মাছ বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। মূল্য তালিকা প্রদর্শন না করে অতিরিক্ত দামে মাছ বিক্রির অভিযোগে ভোলার মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৭ জন মাছ ব্যবসায়ীকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ভোলাখালপাড় ও আশপাশের মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহমুদ বুলবুল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে মাছ ব্যবসায়ী রহিমকে ২০ হাজার টাকা, সোলেমানকে ১০ হাজার টাকা, মনিরকে ৫ হাজার টাকা এবং আব্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বাকি তিন ব্যবসায়ীকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়েছে।
সূত্র জানায়, বাজারে পর্যাপ্ত মাছের সরবরাহ থাকা সত্ত্বেও ভোলার মাছ বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ দীর্ঘদিনের। অধিকাংশ ব্যবসায়ী সরকারি নির্দেশনা অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করে নিজেদের ইচ্ছেমতো দামে মাছ বিক্রি করছিলেন—এমন অভিযোগের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কয়েকজন ব্যবসায়ীকে সতর্কও করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
একই সময়ে ভোলাখালপাড় সড়কের দুই পাশে দোকানের বাইরে অবৈধভাবে নির্মিত বর্ধিত অংশ উচ্ছেদ করা হয়। এসময় ৫ টি তেলের ব্যারেল, ২ টি আটা ও চালের বস্তা জব্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে সড়ক দখল হয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদের ফলে বর্তমানে সড়কটি তুলনামূলকভাবে পরিচ্ছন্ন ও স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
স্থানীয় সচেতন পৌর নাগরিকরা বলেন, নিয়মিত বাজার তদারকি ও উচ্ছেদ অভিযান পরিচালিত হলে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি জনসাধারণের চলাচলেও স্বস্তি ফিরে আসবে।