
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দফায় দফায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে জাবেদ শেখ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
রোববার (৪ জানুয়ারি) সকালে এবং এর আগে শনিবার দিনগত রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়নের ইউপি সদস্য নাসির বেপারী ও স্থানীয় তাজুল ছৈয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। শনিবার রাত থেকে ওই বিরোধের জেরে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকায় দফায় দফায় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
সংঘর্ষ চলাকালে জাবেদ শেখ নামের এক যুবক গুরুতর আহত হন। এছাড়া একটি দোকানসহ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে।
খবর পেয়ে জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছে পুলিশ।