
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এনসিপি নেতা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। ভোটার তথ্য যাচাইয়ে দুই জনের ত্রুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম এই ঘোষণা দেন। নির্বাচন কমিশনের (ইসি) নিয়ম অনুযায়ী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, কারণ যাচাই করা ১০ জন ভোটারের মধ্যে ২ জন আসলে ঢাকা-৯ আসনের ভোটার নন। নির্বাচনী বিধি অনুসারে এমন ক্ষেত্রে মনোনয়ন বাতিল করা হয়।
মনোনয়ন বাতিলের পর তাসনিম জারা জানিয়েছেন, তিনি ইসিতে আপিল করবেন। তিনি বলেন, স্বাক্ষরকারীরা আসলেই ঢাকা-৯ এর ভোটার ছিলেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের আসন যাচাইয়ের কোনো প্রক্রিয়া রাখা হয়নি।
তাসনিম জারা ২৯ ডিসেম্বর ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনি হলফনামায় প্রকাশ করা হয়েছে, বাংলাদেশে তার চিকিৎসক হিসেবে বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা এবং বিদেশি আয় হিসেবে ৩,২০০ পাউন্ড (প্রায় ৫ লাখ ২৭ হাজার টাকা)। তার স্বামী খালেদ সাইফুল্লাহর বার্ষিক বিদেশি আয় ৩৯,৮০০ পাউন্ড (প্রায় ৬৫ লাখ টাকা)।
হলফনামা অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকা, ব্যাংক সঞ্চয় মাত্র ২৬৪ টাকা, নগদ অর্থ ১৬ লাখ টাকা এবং ২,২৭০ পাউন্ড। স্বামী খালেদ সাইফুল্লাহর নগদ ১৫ লাখ টাকা ও ৬,০০০ পাউন্ড। তিনি কোনো মামলা বা ঋণ-পাওনা নেই এবং বাড়ি, ফ্ল্যাট, জমির মালিক নন। গয়নার মূল্য ২ লাখ ৫ হাজার টাকা।
তাসনিম জারা ৭ অক্টোবর ১৯৯৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি এমএসসি ডিগ্রিধারী এবং পেশাগতভাবে চিকিৎসক। তার স্বামী একজন উদ্যোক্তা ও গবেষক।