
তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় শহর ইলান থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে শনিবার ৭.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। দ্বীপজুড়ে কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তাইওয়ানের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৭৩ কিলোমিটার এবং এটিকে ইনটেনসিটি-৪ শ্রেণিতে রাখা হয়েছে, যার অর্থ সামান্য ক্ষয়ক্ষতি হতে পারে। রাজধানী তাইপেইতে ভবনগুলো কেঁপে ওঠে। তাইপেই শহর সরকার জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো বড় ক্ষতির খবর নেই, তবে গ্যাস ও পানির লাইনে ফাটল এবং কিছু ভবনে সামান্য ক্ষতির বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
ইলানে ৩ হাজারের বেশি বাড়িতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে তাইওয়ান পাওয়ার কোম্পানি জানিয়েছে।
বিশ্বের অন্যতম প্রধান চিপ নির্মাতা টিএসএমসি জানিয়েছে, উত্তরাঞ্চলীয় হসিনচু সায়েন্স পার্কের কয়েকটি স্থাপনায় সরিয়ে নেওয়ার মানদণ্ড পূরণ হওয়ায় কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু পরে তারা কর্মস্থলে ফিরে গেছেন।
আবহাওয়া প্রশাসন জানিয়েছে, আগামী এক দিনে ৫.৫ থেকে ৬.০ মাত্রার আফটারশকের জন্য সতর্ক থাকতে হবে। তারা আরও বলেছে যে, ভূমিকম্পটি তুলনামূলকভাবে গভীর এবং সমুদ্র উপকূলে হওয়ায় ক্ষয়ক্ষতি সীমিত থাকবে।
প্রেসিডেন্ট লাই চিং-তে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে, কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং জনগণকে আফটারশকের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত তাইওয়ান ভূমিকম্পপ্রবণ। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে একটি ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষ নিহত হয় এবং ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।