
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে প্রগতিশীল রাজনৈতিক জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে গৌতম চন্দ্র শীল মনোনয়নপত্র সংগ্রহ করতে যাচ্ছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে পটুয়াখালীর কৃতি সন্তান ও জুলাই আন্দোলনের ফ্রন্টলাইনের যোদ্ধা গৌতম চন্দ্র শীলকে। তিনি শিগগিরই মনোনয়নপত্র সংগ্রহ করবেন।
গৌতম চন্দ্র শীল সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদসহ ৮টি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে এলাকার সম্মানিত ভোটারদের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
উল্লেখ্য, বাম জোট ও বাংলাদেশ জাসদের সমন্বয়ে গঠিত হয়েছে প্রগতিশীল রাজনৈতিক দলসমূহের নির্বাচনী জোট “গণতান্ত্রিক যুক্তফ্রন্ট”। গৌতম চন্দ্র শীল কেন্দ্রীয় ছাত্র সংগঠন বিসিএল-এর সভাপতি এবং একজন তরুণ উদীয়মান রাজনৈতিক ব্যক্তিত্ব।
তিনি পটুয়াখালী-১ আসনের সর্বস্তরের ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।