
মৌলভীবাজারের শমসেরনগর রোডের লংগুরপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নাহিদ হাসান নামে একজন নিহত। এই ঘটনায় রাকিব আহমদ (১৭) নামে এক তরুণ আহত হয়েছে। শুক্রবার (২৮শে নভেস্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাহিদ সদর উপজেলার সামেরকোনা গ্রামের আনোয়ার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায় নাহিদ মৌলভীবাজার শহর থেকে বাড়ি যাবার পথে লংগুরপুল নামক স্থানে একটি টমটম অপ্রত্যাশিত ভাবে হঠাৎ ঘুরিয়ে ফেলে এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে টমটমের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় নাহিদ পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত রাকিব মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।