1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা ভোলায় পোস্টাল ব্যালটে ভোটার ১৪ হাজার ছাড়াল, চার আসনেই প্রস্তুতি সম্পন্ন জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‘১ বক্স নীতি’ বাস্তবায়ন ব্যর্থতার দায় জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাষ: ইসলামী আন্দোলন বাংলাদেশ জলবায়ু ঝুঁকির মাঝেও ভোলায় আশার নতুন ঠিকানা ১ বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ; ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর সংবাদ সম্মেলন

কুলাউড়ায় গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন:জেলা প্রশাসক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (১৩ই অক্টোবর) কুলাউড়া উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজি, ঢাকার অনুষদ সদস্য (উপসচিব) মোহাম্মদ জাহিদ আখতার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ শাহিনা আক্তার ও কুলাউড়া থানার ওসি ওমর ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন, উপজেলা প্রকৌশলী এলজিইডি প্রিতম শিকদার জয়, বরমচাল ইউপি চেয়ারম্যান খোরশেদ খান সুইট, পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান জিমিউর রহমান ফুলসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের সিনিয়র কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য সুধিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কোর্ট মসজিদের ইমাম শামছুল ইসলাম ও গীতা পাঠ করেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সচিব সজল কুমার দেব।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারি চাকুরিজীবিদের চাকুরিতে প্রবেশের পর তাদের মেধা ও দক্ষতা উন্নয়নে বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষনের কোনো সুযোগ ছিলো না। বর্তমান সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী করতে গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন। একজন গ্রাম পুলিশ উক্ত প্রশিক্ষনের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের কাজের সক্ষমতা সম্পর্কে সঠিক ধারনা পাবে। ইউনিয়নের ট্যাক্স আদায় থেকে শুরু করে একটি গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সার্বিক তথ্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে দিয়ে সহযোগিতা করাই হবে গ্রাম পুলিশের অন্যতম কাজ। ৩০ দিনের প্রশিক্ষনে রিসোর্স পার্সন গন তাদের সর্বোচ্চ মেধা দিয়ে প্রশিক্ষন প্রদান করে গ্রাম পুলিশদের ভিতরের সত্তা মেধা জাগিয়ে তুলবেন বলে আমি আশা রাখি। জেলা প্রশাসক গ্রাম পুলিশের উদ্দেশ্যে বলেন, ৩০ দিনের প্রশিক্ষনে সরকারের অর্থ ব্যয় হবে। কাজেই সরকারি অর্থকে কোনো ভাবেই হেলা-ফেলা করা যাবে না। সরকারি অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে প্রশিক্ষনের জ্ঞানকে কাজে লাগিয়ে ইউনিয়ন পরিষদের জনগনের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে গ্রাম পুলিশের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

উল্লেখ্য; ১৩টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট