চট্টগ্রামের হাটহাজারীতে শুক্রবার সন্ধ্যায় শানে রেসালত সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “নবী-রাসুলদের দেখানো সোজা পথে চললে দুনিয়া ও আখিরাত ঠিক থাকবে; সাহাবা কেরামের পথই সত্যের মাপকাঠি।” হাটহাজারী উপজেলা শাখা আয়োজিত পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠের সম্মেলনে হাজারো সমর্থকের সামনে তিনি এ আহ্বান রাখেন।
বক্তব্যে বাবুনগরী জামায়াতকে নাম না করে “সত্য থেকে বিচ্যুত” দল হিসেবে উল্লেখ করেন এবং ভোটারদের প্রতি নবী-সাহাবার আদর্শ অনুসরণ করে “সঠিক প্রার্থী” বেছে নেওয়ার নির্দেশ দেন। হেফাজত সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে তাদের সমর্থন পেতে ইতিমধ্যে একাধিক দল যোগাযোগ করছে; তবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পরবর্তীতে ঘোষণা করা হবে।