প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পে গৃহায়ণ তহবিলের ২০২৩-২৪ অর্থবছরের অনুদান খাত থেকে ১০ কোটি টাকা হস্তান্তর করা হয়েছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে সোমবার (৬ মে ২০২৪) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদানের চেক তুলে দেন গৃহায়ণ তহবিল স্টিয়ারিং কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জাকের হোসেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, মহাপরিচালক শহীদুল ইসলাম, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ আল মামুন মোরশেদ, গৃহায়ণ তহবিলের ফান্ড ম্যানেজার মো. ওসমান গনি এবং গৃহায়ণ তহবিলের উপপরিচালক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।