ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, ‘অযৌক্তিক’ তিন দফা দাবি ও পেশাগত সমস্যা নিরসনে গঠিত ‘অসম কমিটি’ প্রত্যাখ্যান করে পটুয়াখালীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলন। বুধবার সকালে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু হওয়া মিছিল সদর চৌরাস্তায় গিয়ে অবস্থানে রূপ নেয়।
শতাধিক শিক্ষার্থী “ডিপ্লোমা প্রকৌশলের অধিকার, দেশের উন্নয়নের গুরুত্বার” স্লোগানে ক্যাম্পাস থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অবস্থান কর্মসূচিতে সংগঠনের জেলা সমন্বয়ক মেহেদী হাসান বলেন, “গত মাসে ফেসবুক লাইভে এক ডিগ্রি প্রকৌশলী ‘ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের গুলি করে হত্যা’ করার হুমকি দেন; প্রশাসন এখনও গ্রেপ্তার করেনি। অথচ আমরা দেশের ২২ শতাংশ বিদ্যুৎ উৎপাদন, ৩৫ শতাংশ পোশাক কারখানা রক্ষণাবেক্ষণ ও অবকাঠামো খাতে কাজ করে যাচ্ছি।”
বক্তারা অভিযোগ করেন, সরকার গঠিত ‘পেশাগত সমস্যা নিরসন কমিটি’তে ডিপ্লোমা প্রতিনিধিত্ব ১০ %-এর কম, যা ‘অসম ও অযৌক্তিক’। তারা ডিগ্রি প্রকৌশলীদের তিন দফা দাবি—বেতন কাঠামোতে ৫০% ভাতা, পদোন্নতিতে ৭০% কোটা ও ‘ইঞ্জিনিয়ার’ উপাধি সরাসরি বাতিলের দাবি জানান।
সমাপনী বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সদস্য তানভীর আহমেদ হুঁশিয়ারি দেন, “সাত দিনের মধ্যে হুমকিদাতার গ্রেপ্তার ও পুনর্গঠিত সমতাভিত্তিক কমিটি না হলে দেশব্যাপী কারিগরি শিক্ষার্থীরা ঢাকা অভিমুখে লংমার্চ করবে এবং সব সরকারি-বেসরকারি প্রকল্পে কাজ বন্ধের ডাক দেবে।”
অবস্থান শেষে শিক্ষার্থীরা স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠান। পটুয়াখালী সদর থানার ওসি জানান, সমাবেশ শান্তিপূর্ণ ছিল; হুমকির বিষয়ে মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।