পটুয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শের-ই-বাংলা সড়ক সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে ৭ গ্রাম হেরোইনসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলের অভিযানে তাদের আটক করা হয় এবং পটুয়াখালী সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।
গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ডিবি-ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শের-ই-বাংলা সড়কের মিঠুন মিয়ার বাড়ির একটি ভাড়া ফ্ল্যাটে হেরোইন বিক্রি চলছে। দ্রুত অভিযান চালিয়ে ঘরটি ঘিরে ফেলে পুলিশ। তল্লাশিতে ১৬ পুরিয়া (ওজন ৭ গ্রাম) হেরোইন, একটি ডিজিটাল মাপকাঠি ও নগদ ৮ হাজার ৭২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মনির হোসেন চৌকিদার (৪৮) – রুস্তম চৌকিদারের পুত্র, শের-ই-বাংলা সড়ক
২. আব্দুল মালেক (৫০) – মৃত তোজম্বার আলী মিরের পুত্র, একই এলাকা
৩. লিটন হাওলাদার (৩৫) – মৃত সিদ্দিক হাওলাদারের পুত্র, খলিশাখালী
৪. মনিরুজ্জামান সরদার (৪৩) – শানু সরদারের পুত্র, টাউন জৈনকাঠী
৫. মাহমুদুল হাসান (৩২) – আলতাফ হোসেনের পুত্র, বড় আউলিয়াপুর
৬. রেদোয়ান আহম্মেদ (২৮) – মৃত ইদ্রিস হাওলাদারের পুত্র, দক্ষিণ সবুজবাগ
পুলিশ জানায়, মনির চৌকিদার ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে হেরোইন বিক্রি করে আসছিল। অন্য আসামিরা সরবরাহ ও পাহারা দেওয়ার কাজে জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সংগ্রহ ও বিক্রির কথা স্বীকার করেছে।
ডিবি-ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে। পুলিশের ধারণা, এই চক্রটি জেলার বিভিন্ন ওয়ার্ডে কিশোর ও যুবকদের টার্গেট করে হেরোইন বিক্রি করত।