পটুয়াখালীর দশমিনা উপজেলায় পুকুরে ডুবে তাসমিয়া (৭) নামের প্রথম শ্রেণির এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসমিয়া দশমিনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দজাফর গ্রামের বশির হাওলাদারের মেয়ে এবং দশমিনা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা যায়, বশির হাওলাদার দম্পতি চরহোসনাবাদ গ্রামে ভাড়া বাসায় থাকেন। সোমবার দুপুরে খাবার শেষে উঠানে খেলছিল তাসমিয়া। কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. এইচ এম আলভি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পরিবারের স্বজনেরা জানিয়েছেন, মরদেহ চরহোসনাবাদের ভাড়া বাসা থেকে গ্রামের বাড়ি সৈয়দজাফরে নিয়ে যাওয়া হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
সৈয়দজাফর ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিকদার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, “খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।”