পটুয়াখালীর বাউফলে সুপারি চুরির অভিযোগে নবম শ্রেণির ছাত্র রোমানকে (১৪) গাছে শিকলে বেঁধে নির্যাতনের পর ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ভিডিও ভাইরাল হলে লজ্জা ও অভিমানে কৃষি কাজে ব্যবহৃত বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে সে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামে এ ঘটনা ঘটে। রোমান স্থানীয় কৃষক আব্দুল গণির ছেলে এবং কাছিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার জানায়, দুপুরে হাওলাদার বাড়ির মোহাম্মদ ছালামের সঙ্গে সুপারি সংগ্রহ করতে গাছে ওঠে রোমান। ফেরার পথে স্থানীয় এক ব্যক্তির গাছ থেকে সুপারি সংগ্রহের চেষ্টা করলে সজিব, বাবু ও আমিন নামে তিনজন তাকে ধরে ফেলে। পরে গাছের সঙ্গে শিকলে বেঁধে মারধর করে এবং ঘটনাটি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।
ভিডিও ভাইরাল হওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে লজ্জা ও অপমানে রোমান বিষপান করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা পাকস্থলী পরিষ্কার করে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে রোমান শঙ্কামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে অবগত হয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”