ভোলার লালমোহনে পানিতে ডুবে মো. সিয়াম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সিয়াম একই ইউনিয়নের মিনার মসজিদ এলাকার মো. রাজুর ছেলে। তার বাবা-মা ঢাকায় কাজের কারণে থাকেন। সিয়াম স্থানীয় মহেষখালী গ্রামে তার নানি রানু বেগমের কাছে বসবাস করছিল।
স্থানীয়রা জানান, খেলাধুলা শেষে পাশের পুকুরে গোসল করতে গিয়ে সিয়াম পানিতে ডুবে যায়। এ সময় নানি শিশুটিকে খুঁজতে থাকেন। পরে স্থানীয় এক ব্যক্তি গোসল করতে গিয়ে পুকুরে অস্বাভাবিক কিছু টের পান এবং ঘটনাটি জানান। খলিল নামে আরেক স্থানীয় ব্যক্তি পুকুরে নেমে খোঁজ করলে সিয়ামের মরদেহ পাওয়া যায়।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।