আসন্ন শিক্ষাবর্ষে (২০২৫-২৬) গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল দায়িত্ব পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (পবিপ্রবি) দেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ—পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও এতদিন বিশ্ববিদ্যালয়কে এ দায়িত্ব দেওয়া হয়নি।
রবিবার (৭ সেপ্টেম্বর) পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের কাছে দাবি সংবলিত আবেদনপত্র জমা দেন।
আবেদনপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি কমেছে। এ ব্যবস্থাকে আরও কার্যকর ও সফল করতে পবিপ্রবির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাদের দাবি, প্রতিবছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাবিপ্রবি) পর্যায়ক্রমে এই দায়িত্ব পালন করছে। অথচ পবিপ্রবির সক্ষমতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এতদিন নেতৃত্বের সুযোগ দেওয়া হয়নি।
এ বিষয়ে রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “আমরা সবসময় প্রস্তুত আছি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য। তবে দায়িত্ব আবেদনপত্রের মাধ্যমে নয়, ইউজিসি থেকে দেওয়া হয়। যদি ইউজিসি দায়িত্ব দেয়, আমরা তা সুষ্ঠুভাবে পালন করতে পারব।”
উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “২০২৩ সালে একবার পবিপ্রবির হাতে গুচ্ছ পরীক্ষা আয়োজনের সুযোগ এসেছিল। কিন্তু তৎকালীন প্রশাসন সেই সুযোগ গ্রহণ করেনি। ভবিষ্যতে দায়িত্ব পেলে আমরা পূর্ণ সক্ষমতা নিয়ে তা পালন করব।”