পটুয়াখালীর দুমকিতে পারিবারিক কলহের জেরে আফসানা ইসরাত বীথি (২৩) নামের এক গৃহবধূ সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন। রবিবার সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামে বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, আফসানা ইসরাত বীথি ওই গ্রামের প্রবাসী সৈয়দ নাহিদ ইসলামের স্ত্রী। সম্প্রতি মোবাইল ফোনে স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কলহ চলছিল। রবিবার ভোরে আড়াই বছরের সন্তানের কান্না শুনে নিহতের ছোট ভাই ইমাম ঘরে প্রবেশ করে ফ্যানে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে থাকা বোনকে দেখতে পান। পরে পরিবারের লোকজন লাশ নামিয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, প্রেমের সূত্রে প্রায় সাড়ে তিন বছর আগে আফসানার সঙ্গে নাহিদের বিয়ে হয়। তাদের সংসারে আড়াই বছরের এক পুত্র সন্তান রয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “ঘটনার বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”