পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ১৩টি এক হাজার টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) বিকেল পৌনে ছয়টার দিকে রতনদি তালতলি ইউনিয়নের উলানিয়ার ফুলখালী সুইসগেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গলাচিপা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম তুষারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা সলেমন তালুকদারের ছেলে মো. ইয়াসিন তালুকদারকে জাল নোটসহ আটক করা হয়।
পুলিশ জানায়, ইয়াসিন দীর্ঘদিন ধরে জাল টাকা পাচারের সঙ্গে জড়িত। তার কাছ থেকে জব্দ করা হয় ১৩টি এক হাজার টাকার জাল নোট।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ইয়াসিনকে জাল টাকা পাচারের সময় আটক করে। জাল টাকা পাচার চক্রের অন্য সদস্যদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।”
আটক আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।