পটুয়াখালীর বাউফলে ইয়াবাসহ হাসান গাজী (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার কাছ থেকে ১০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে কেশবপুর ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালিয়ে হাসান গাজীকে আটক করে পুলিশ। তিনি ওই ইউনিয়নের ফাজিলপুর গ্রামের হালিম গাজীর ছেলে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, আটককৃত যুবকের কাছ থেকে ১০৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত হাসান গাজীকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। স্থানীয়ভাবে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।