1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

জলবায়ু সুশাসন নিশ্চিতকরণে তৃণমূলের ভূমিকা নিয়ে কলাপাড়ায় সেমিনার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

জলবায়ু নীতি বাস্তবায়ন ও তহবিল ব্যবস্থাপনায় সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করতে পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে একটি সেমিনারের আয়োজন করেছে এনজিও ওয়েভ ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের শিরোনাম ছিল “জলবায়ু সুশাসন নিশ্চিতকরণে তৃণমূলের ভূমিকা”। প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা জলবায়ু ঝুঁকি মোকাবেলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণে স্বচ্ছতার অভাব, বরাদ্দকৃত অর্থের অপব্যবহার এবং উন্নয়ন প্রকল্পে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণের ঘাটতিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।

ওয়েভ ফাউন্ডেশনের ‘বাংলাদেশের তৃণমূল জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ (এসসিজিজিপি)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সেমিনারে প্রজেক্ট অফিসার আশিকুর রহমান বিষয়ভিত্তিক বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় সংস্থার কমিউনিটি মবিলাইজেশন অফিসার সোনিয়া আক্তারও উপস্থিত ছিলেন।

বক্তারা মনে করেন, জলবায়ু সুশাসন নিশ্চিত করতে হলে স্থানীয় জনগণের অংশগ্রহণ, সামাজিক জবাবদিহিতা এবং তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা অপরিহার্য। উপকূলীয় এলাকার ঘূর্ণিঝড়প্রবণ জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত কৃষি সহায়তা ও পুনর্বাসন বাজেট সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। তাঁরা প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং জরুরি ত্রাণ বিতরণে অনিয়ম রোধের আহ্বান জানান।

এছাড়া, প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক ব্যয় অযথা বৃদ্ধির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, কিছু ক্ষেত্রে বরাদ্দকৃত প্রশাসনিক খরচ তিন থেকে চার গুণ পর্যন্ত বাড়ানো হয়, যা কমিয়ে আনা জরুরি।

সেমিনারের দ্বিতীয় অধিবেশনে অংশগ্রহণকারী সাংবাদিকদের তিনটি গ্রুপে ভাগ করে কাল্পনিক বাজেট বিশ্লেষণ করে তার অসংগতি ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়। এতে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট