1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে ‘এশিয়া ডিজিটাল আই সেন্টার’ এর নামে ডাক্তার পরিচয়ে প্রতারণা: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দম্পতির বিরুদ্ধে অভিযোগ, প্রশাসনের উদাসীনতা বরিশালে র‍্যাবের অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ নিয়াজ মোর্শেদ গ্রেফতার: ব্যবসায়ী পরিবারকে হুমকি ও চাঁদাবাজির অ*ভিযোগ পটুয়াখালীর বৌদ্ধবিহারগুলোতে আড়ম্বরপূর্ণভাবে উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা গলাচিপায় র‌্যাবের অভিযানে এক টনের বেশি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই দোকানিকে জরিমানা ঢাকা-বরিশাল নৌপথে ফিরছে ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহসুদ’ বিসিবির পরিচালক পদে জয়ী যারা — নিশ্চিত হলো নির্বাচনের ফলাফল ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ছাড়াল ৫০ হাজার এনএসসি কোটা থেকে বিসিবির নতুন পরিচালক ইসফাক-ইয়াসির, শেষ হলো বহুল আলোচিত নির্বাচন ভোলায় প্রণোদনার চাল পেয়ে সন্তুষ্ট জেলেরা, নিষেধাজ্ঞা মেনে চলার অঙ্গীকার ভোলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করল বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা (বিআইছিএস), বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের সামনে একদিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রমের সূচনা হয়।

আয়োজকরা জানান, নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। ক্যাম্পে বিনামূল্যে ওষুধ সরবরাহ, রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা, বিএমআই (ওজন ও উচ্চতা) পরিমাপ, ব্লাড গ্রুপ নির্ণয় এবং বিশেষভাবে গাইনি ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ প্রদান করা হয়।

দিনব্যাপী এই সেবামূলক কার্যক্রমে অংশ নেন তিনজন অভিজ্ঞ চিকিৎসক—ডা. ফরিদা বেগম, ডা. সানজিদা ইসলাম এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. মিতানূর রহমান। তাদের সহায়তা করেন বিশ্ববিদ্যালয়ের দুজন নার্স।

সংগঠনটির সাধারণ সম্পাদক জাকিয়া শারমিন বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে সরাসরি ক্যাম্পাসে কার্যক্রম চালাতে পারিনি। তবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে কাজ চালিয়ে গিয়েছি। আজ থেকে আনুষ্ঠানিকভাবে আমরা শিক্ষার্থীদের সামনে আমাদের কার্যক্রম শুরু করলাম। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।”

তবে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ইসলামী ছাত্রী সংস্থার প্রকাশ্য কার্যক্রম শুরু হওয়ায় ক্যাম্পাসজুড়ে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, “আমাদের ক্যাম্পাসে সামাজিক কর্মসূচি আয়োজনের সুযোগ সবার জন্য উন্মুক্ত। তবে রাজনৈতিক ব্যানারে কোনো কর্মসূচি করা যাবে না। এ বিষয়ে আয়োজকদের জানিয়ে দেয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট