স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ববর্তী সমাবেশে আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনি বলেন,
“প্রায় পঁচিশ দিন ধরে আমরা আন্দোলন করছি। এই পর্যায়ে এসে জুলাইযোদ্ধা সুহানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আটকে রাখা হয়েছে, যা আসলে আন্দোলনকে নস্যাৎ করার একটি পাঁয়তারা। যে মামলায় সুহানকে আটক করা হয়েছে, সেই মামলার প্রধান আসামি আমি। অথচ আমাকে গ্রেপ্তার না করে আমার সহযোদ্ধাদের আটক করা হচ্ছে। এটি নিছক প্রতারণা। যে স্বাধীনতা আমরা চাইছিলাম, তা আমরা পাইনি।”
তিনি আরও বলেন,
“মেডিকেলের সামনে অনশনরত শিক্ষার্থীদের ওপর, আমাদের মা-বোনদের ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যুবলীগ ও ছাত্রলীগের হামলার বিচার চেয়ে আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ আমাদের আশ্বস্ত করেছিল মামলা গ্রহণ ও সুহানের মুক্তির বিষয়ে। কিন্তু ৪৮ ঘণ্টা পার হলেও সুহান মুক্তি পাননি।”
আন্দোলনকারীরা অভিযোগ করেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা করছে। তারা অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি, হামলার সুষ্ঠু বিচার এবং স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।