পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সকাল ১১টায় পাঙ্গাশিয়া ইউনিয়নের এম এ রব মিয়ার আকন ভিলায় অনুষ্ঠিত কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান মুন্সি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বারেক। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল আলম মৃধা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান মিন্টু, সহ-সাধারণ সম্পাদক কবির শরীফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুল আলম মৃধা এবং অন্যান্য নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, “বিএনপিকে শক্তিশালী করার জন্য তৃণমূল পর্যায়ে সংগঠন সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করব। আগামীতে উপজেলার পাচটি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করা হবে।”
কর্মসূচিতে স্থানীয় ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিত ছিলেন এবং উৎসাহ ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।