1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

পটুয়াখালীতে আলোচিত ডাচ বাংলা ব্যাংক বুথের দস্যু প্রধান জাহিদ সরদার গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী শহরের আলোচিত ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে দস্যুতা ও একাধিক চুরির মূল হোতা জাহিদ সরদার (২৮)কে পুলিশ গ্রেফতার করেছে। গত ১৬ আগস্ট রাতে বুথের নিরাপত্তা গার্ডকে নির্মমভাবে পেটিয়ে আহত করার ঘটনায় তাকে সন্দেহ করা হচ্ছিলো।

২০ আগস্ট, বুধবার পটুয়াখালী সদর থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ১৬ আগস্ট রাত সাড়ে ৩ টার দিকে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে কাজ চলাকালীন সিকিউরিটি গার্ড মোঃ মজিবুর রহমান সিকদারকে (৫৫) হাত বেঁধে ও মুখ ঢেকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি পেটায়। এ ঘটনায় তার কাঁধের হাড় ভেঙে যায় এবং বাম চোখ ও মাথায় গুরুতর আঘাত পায়। তাকে পুরাতন আদালত ভবনের বারান্দায় ফেলে রেখে দুর্বৃত্তরা বুথের এটিএম ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়, তবে মনিটরসহ কিছু মালামাল চুরি করে পালিয়ে যায়।

আহত মজিবুর রহমান নিজ উদ্যোগে মায়ো ক্লিনিকে চিকিৎসা নিয়ে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের উপস্থিতি নিশ্চিত করেন। তাৎক্ষণিক আত্মীয়-স্বজনের সহযোগিতায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাদী মোঃ মোয়াজ আহ্মেদ, বেস্ট সিকিউরিটি লজিস্টিক সার্ভিসের অফিসার ইনচার্জ, সদর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৪০)। পুলিশ সুপার পটুয়াখালীর নির্দেশনায় সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে প্রযুক্তির সহায়তায় ১৯ আগস্ট মৌকরণ বাজার এলাকা থেকে জাহিদ সরদারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জাহিদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টি সিসিটিভি মনিটর, ভিকটিমের ব্যবহৃত মোবাইল সেট, ২টি শাবল, লুন্ঠিত নগদ ৫,০০০ টাকা ও ঘটনার সময় ব্যবহৃত পোশাক। জিজ্ঞাসাবাদে জাহিদ জেলার বিভিন্ন এলাকায় একাধিক দস্যুতা ও চুরির কথা স্বীকার করেছে।

সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মোহাম্মদ শাকুর জানান, মামলার তদন্ত চলছে এবং অপর সম্পর্কিতদের বিষয়েও খোঁজ খবর নেয়া হচ্ছে। যাদেরই অভিযুক্ত হোক, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, “এই চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের মাধ্যমে শীঘ্রই বাকি সহযোগীদের আইনের আওতায় আনা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট