1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

পটুয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিরা সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির আহ্বান জানান।

সোমবার (১১ আগস্ট) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা কমিটির সভাপতি রাকিবুল ইসলাম (নূর) এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি কে. এম. তামিমের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “দেশকে এগিয়ে নিতে প্রয়োজন সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রজন্ম। শিক্ষার পাশাপাশি নৈতিকতা চর্চা ভবিষ্যৎ নেতৃত্বের মূল ভিত্তি।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, ল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের সিইও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, বিশিষ্ট ইসলামী স্কলার শায়েখ জামাল উদ্দীন, পটুয়াখালী জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির পাঠাগার সম্পাদক সোহেল রানা, অভিভাবক প্রতিনিধি হাফেজ মু. আলমগীর হোসেন, শিক্ষক মো. নাসির উদ্দিন এবং মেধাবী শিক্ষার্থী আবিদ আন নাহিয়ান, জাহিদ, বৃষ্টি ও হুমায়রা বিনতে হাবিব।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ৩৫০ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে উৎকর্ষের পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট