পটুয়াখালীর দশমিনা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জায়েদ হোসেন মোল্লার বড় ভাই এবং পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক দশমিনা এলাকা পরিচালক মো. শফিক মোল্লা ক্যান্সারে দীর্ঘ লড়াই শেষে রাজধানীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১১ আগস্ট) সকাল পোনে ৮টায় রাজধানীর মহাখালী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. শফিক মোল্লা (৫২)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক দশমিনা এলাকা পরিচালক এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাফ)-এর সভাপতি ছিলেন।
আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে উপজেলার ডাকবাঙলো সংলগ্ন নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, পল্লী বিদ্যুৎ সমিতির দশমিনা সাবজোনাল কার্যালয়ের এজিএম প্রকৌশলী জাকির হোসেন, দশমিনা প্রেসক্লাব সভাপতি মো. বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শাহজাদা তোহামিন, দশমিনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফয়েজ আহমেদসহ বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।