1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩৯ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম (এসইডিপি) এর অধীনে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান খান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মংফুন ওয়েন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. আইউব আলী এবং সহকারী পরিদর্শক আবু হানিফ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন প্রতিষ্ঠান প্রধান, এসএমসি সভাপতি, ৩৯ জন কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাওভাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রভাষক আবু তালেব ইভান মাতুব্বর।

প্রধান অতিথি ইয়াসীন সাদেক বলেন, “কৃতি শিক্ষার্থীদের এই সম্মাননা তাদের শিক্ষাগত অর্জনের স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও উৎকর্ষতা অর্জনের জন্য প্রেরণা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও প্রতিযোগিতার মনোভাব জাগ্রত করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট