পটুয়াখালী সদর উপজেলার পুরাতন আদালতপাড়া এলাকায় ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’-এর আওতায় ডেঙ্গু প্রতিরোধে একটি ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়। এর মূল লক্ষ্য ছিল চলমান ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায় এডিস মশার আবাসস্থল চিহ্নিত ও ধ্বংসের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডা. খালেদুর রহমান এবং জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। এছাড়া ব্র্যাকের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন প্রধান কার্যালয়ের সিনিয়র স্পেশালিস্ট (মনিটরিং ও ইভ্যালুয়েশন) মো. রফিকুল ইসলাম, কীটতত্ত্ববিদ ইশরাত জাহান, পটুয়াখালী জেলা সমন্বয়ক মো. নেফাজউদ্দিন, জেলা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচি) মো. আব্বাছ আলী, আঞ্চলিক ব্যবস্থাপক (জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি প্রোগ্রাম) দেবাশীষ হালদার, এলাকা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচি) সঞ্জয় কুমার বিশ্বাস, অফিসার (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প) মোছা. করবী কানন শিশির এবং কর্মসূচি সংগঠক (স্বাস্থ্য কর্মসূচি, সদর) মো. শাহিন মিয়া।
ব্র্যাক সূত্রে জানা গেছে, এই কার্যক্রম শুধু সদর উপজেলায় সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে পটুয়াখালী জেলার আটটি উপজেলাতেই ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’-এর আওতায় ক্লিনিং ক্যাম্পেইন পরিচালিত হবে। ক্যাম্পেইনের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতামূলক মাইকিংও পরিচালনা করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে এডিস মশার প্রজনন ক্ষেত্র যেমন কাপ, টব, টায়ার, ডাবের খোলস, গর্ত, ছাদ ইত্যাদিতে জমে থাকা পানি অপসারণের ওপর জোর দেওয়া হয়েছে। স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করতে এবং পরিবেশ পরিষ্কার রাখতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।