1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় আলেম হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও শোক র‌্যালি ভোলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্বারোপ বাংলাদেশের নির্যাতিত সাংবাদিকর পাশে দারাতে আর্বিভাব হলো সাংবাদিক সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)। মৌলভীবাজার পৌর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল ২০ সেপ্টেম্বর প্রখর রৌদ্রে চা শ্রমিক ও দিনমজুররা বিপদগ্রস্ত কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার  ট্রাম্প নীতিতে প্রভাব: ২০২৩–২০৩০ পর্যন্ত যুক্তরাষ্ট্রে সৌর স্থাপনার পূর্বাভাস ২৭% কমানো স্যামসাং ও এসকে হাইনিক্সের চীন কারখানায় চিপ সরবরাহে বার্ষিক লাইসেন্স বিবেচনা করছে যুক্তরাষ্ট্র চীনের ই-কমার্স খাতে “তাৎক্ষণিক খুচরা” দামে যুদ্ধ, ক্ষতিগ্রস্ত বড় কোম্পানিগুলো সলোমন দ্বীপপুঞ্জে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সম্মেলন, এজেন্ডায় নিরাপত্তা ও জলবায়ু সংকট

জন্মের পর কাঁচা রাস্তা,পাকা রাস্তা কি স্বপ্ন!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের শংকরপুর থেকে বালিচিরি পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার রাস্তা এখনও কাঁচা। বছরের পর বছর অবহেলিত এই রাস্তাটি আজ স্থানীয়দের কাছে ‘মরণফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। অবশেষে দুর্ভোগের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এলাকাবাসী ও কোমলমতি শিক্ষার্থীরা।

গত সোমবার (১৪ই জুলাই) সকালে শংকরপুর এলাকায় তরুণ সমাজকর্মী আব্দুল মুস্তাকিম তানিমের সঞ্চালনায় এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় শতাধিক স্থানীয় বাসিন্দা,অভিভাবক এবং বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ছিলো ব্যতিক্রমধর্মী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড;

“শিক্ষার পথে কাঁদা কেন?”

“জন্ম থেকে দেখি কাঁদা, পাকা রাস্তা কি শুধু স্বপ্ন?”

“চলা যায় না,যাওয়া যায় না,এমন রাস্তায় ভোট হয় না!”

“শুধু নির্বাচনের আগে রাস্তা মাপা হয়,তারপর ভুলে যায়!”

স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য জমসেদ আলী,ময়নুল হক পবনসহ একাধিকজন মানববন্ধনে বক্তব্য রাখেন। বক্তারা বলেন,রাস্তাটি উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ, অথচ বর্ষায় এটি ভয়ানক কাদা ও জলাবদ্ধতায় অচল হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোগী পরিবহনেও দেখা দিচ্ছে বিপর্যয়।

এক শিক্ষার্থী কাঁদতে কাঁদতে বলে,“বৃষ্টি হলে রাস্তায় পা পিছলে পড়ে যাই। আমরা ছোট বলে কি আমাদের কষ্ট কেউ দেখবে না?”

এ নিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনও। তিনি জানান,“এলাকাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। উপজেলা পরিষদের মাসিক সভায় বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।”

দীর্ঘদিনের অবহেলা আর প্রতিশ্রুতির জালে বন্দী এই কাঁচা রাস্তাটি অবশেষে আলোচনায় এসেছে। তবে বাস্তবে উন্নয়ন না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট