
ভোলা সদর উপজেলার ইলিশা জংশন ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে পড়ে যাওয়া এক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ কোস্ট গার্ড সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে ইলিশা জংশন ফেরিঘাটের পুরাতন পন্টুন সংলগ্ন এলাকায় খেলাধুলা করার সময় অসাবধানতাবশত শিশুটি মেঘনা নদীতে পড়ে যায়। ওই সময় এলাকায় নিয়মিত টহল কার্যক্রমে নিয়োজিত ছিল কোস্ট গার্ড স্টেশন ইলিশার একটি টহল দল।
শিশুটি নদীতে পড়ে যাওয়ার বিষয়টি নজরে আসামাত্রই কোস্ট গার্ড সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তাৎক্ষণিক ও দক্ষতার সঙ্গে পরিচালিত অভিযানে অল্প সময়ের মধ্যেই শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন তারা।
উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাকে নিরাপদে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত কন্যাশিশু মোছাম্মদ হাবিবা (৭) ভোলা সদর উপজেলার কালুপুর গ্রামের মোহাম্মদ হাবিবের মেয়ে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে মানুষের জানমাল রক্ষায় তারা নিয়মিত টহল ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জরুরি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম।