
পটুয়াখালীর গলাচিপায় কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতিদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম শেষে ৩৮ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে চরকাজল হাই স্কুল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারিতাস বরিশাল অঞ্চলের আতায় (PRICCE) প্রকল্পের উদ্যোগে বেকার যুবক-যুবতিদের জন্য এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।
প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় টেইলারিং ও ড্রেসমেকিংয়ে ২৫ জন নারী এবং মোটরসাইকেল সার্ভিসিংয়ে ১৩ জন পুরুষ প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাঁদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে পিআইসি ও ডব্লিউডিএমসি সভাপতি মো. মনিরুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউডিএমসি সভাপতি মো. হাবিবুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউডিএমসি সদস্য মো. আনিচ দফাদার, ইউডিএমসি সদস্য মো. আনিচ বিশ্বাস এবং চরকাজল পুলিশ ফাঁড়ির এএসআই মো. শরিফুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. জহিরুল ইসলাম, কারিতাস প্রাইস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. মেহেদী হাসান শান্ত, ডিআরআর ও সিল্ক কর্মকর্তা মো. মারুফ হোসেন, লাইভলিহুড ও মার্কেট লিংকেজ কর্মকর্তা কে এম নাজমুল হুদা, মিল ও কেএমও কর্মকর্তা সমর পেরেরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থীরা।
বক্তারা বলেন, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সহায়ক ভূমিকা রাখবে। প্রশিক্ষণপ্রাপ্তরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজেদের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবেন।