
ভোলায় কাফনের কাপড় পরে সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। ভোলা সদর আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে গোলাম নবী আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শত শত নেতাকর্মী অংশ নেন। এ সময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনেক নেতাকর্মী সাদা কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ভোলা সদর আসনে যাকে জোটের প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে, গত ১৭ বছরে বিএনপির কোনো আন্দোলন-সংগ্রামে তার কোনো ভূমিকা ছিল না। অথচ ফ্যাসিবাদী সরকারের সময় সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গোলাম নবী আলমগীর। তাই তাকেই ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা কোনোভাবেই গরুর গাড়ি প্রতীকে নির্বাচন করতে রাজি নন। প্রয়োজনে সংশ্লিষ্ট দলকে আলাদাভাবে নির্বাচন করার আহ্বান জানানো হয়। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. ইফতি, যুবদল নেতা নিক্সনসহ অন্যান্য নেতারা।
এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
নেতাকর্মীরা জানান, একই দাবিতে আগামী শনিবার বিকেল চারটায় আবারও সমাবেশ করা হবে। সমাবেশ শেষে এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।