
নীলফামারীর জলঢাকা উপজেলার বিএনপির সাবেক সভাপতিও জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের নির্দেশনায়, জলঢাকায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে উপজেলা বিএনপি।
সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে জলঢাকা উপজেলায় , রিকশাচালক, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন , মিরগঞ্জ ইউনিয়নের সভাপতি বিটু ভাই,রোকনুজ্জামান রোকন চৌধুরী, প্রধান শিক্ষক অনির্বাণ বিদ্যা তীর্থ উচ্চ বিদ্যালয়। মমতাজুল ইসলাম মিঠু,আহ্বায়ক উপজেলা ছাত্রদল,আলমগীর হোসেন,সভাপতি তাতিদল জলঢাকা উপজেলা শাখা, গোলনা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জহুরুল হক, ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির সেলিমুর রহমান সেলিম, আসিদুল ইসলাম হাসু তাতি দল সিনিয়র সহ-সভাপতি জলঢাকা উপজেলা শাখা বিএনপি নেতা শাহিন চৌধুরী ও ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিএনপির অঙ্গ সংগঠন বিন্দু ।
এ প্রসঙ্গে বিএনপির নেতা রুকুনুজ্জামান রোকন চৌধুরী বলেন“বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও আপসহীন গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় আমরা খেটে খাওয়া গরিব-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছি।”
তিনি আরও বলেন, “আমরা তাদের কাছে দোয়া চেয়েছি, যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।”