1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

পবিপ্রবিতে এনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যাত্রা, গঠিত প্রথম কার্যনির্বাহী কমিটি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (এনএফএস) অনুষদের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘এনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। অনুষদের ডিন প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের প্রথম কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এনএফএস অনুষদের প্রথম ব্যাচের শিক্ষার্থী এম. এম. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই ব্যাচের এস. এম. হেদায়েতুল ইসলাম।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি: মো. আব্দুল্লাহ আল নোমান (১ম ব্যাচ),
সহ-সভাপতি: মো. সাইফুল ইসলাম (২য় ব্যাচ) ও মেহেরুন নেছা কাকলি (৩য় ব্যাচ),
যুগ্ম সাধারণ সম্পাদক: ফাওজিয়া ফাতহা (২য় ব্যাচ), আবু নাছের মোহাম্মদ শাফিউল্লাহ (৩য় ব্যাচ), মো. ওমর ফারুক (৪র্থ ব্যাচ),
সাংগঠনিক সম্পাদক: আবু সাঈদ (৩য় ব্যাচ),
সহ-সাংগঠনিক সম্পাদক: মো. তৌহিদুজ্জামান রিফাত (৬ষ্ঠ ব্যাচ),
কোষাধ্যক্ষ: মো. ইফারাদ আলম (৫ম ব্যাচ),
সহ-কোষাধ্যক্ষ: ইসরাত জাহান (৫ম ব্যাচ)।

এছাড়া দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহবুবুল আলম শাওন (৪র্থ ব্যাচ) এবং সহ-দপ্তর সম্পাদক মো. ফজলে রাব্বি (৭ম ব্যাচ)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. খালেদ মাসুদ (৫ম ব্যাচ),
সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: নুর মোহাম্মদ শাহিন (৭ম ব্যাচ),
কর্মসংস্থান বিষয়ক সম্পাদক: মো. মাজহারুল ইসলাম (৫ম ব্যাচ),
উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক: মো. আসাদুজ্জামান (৮ম ব্যাচ)।

ছাত্র ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: তারানা শারমিন (৪র্থ ব্যাচ),
উপ-ছাত্র ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: সৌরভ চন্দ্র দেবনাথ (৮ম ব্যাচ),
গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সম্পাদক: মো. নাসিমুল গনি উসমানী (৬ষ্ঠ ব্যাচ),
উপ-গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সম্পাদক: আমাতুল ইলাহ মীম (৮ম ব্যাচ),
ক্রীড়া, সংস্কৃতি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মো. আসাদুজ্জামান শুভ (৪র্থ ব্যাচ),
উপ-ক্রীড়া, সংস্কৃতি ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: মো. রিয়াজুল ইসলাম (৮ম ব্যাচ)।

নির্বাহী সদস্যরা হলেন রাফিয়া তাহসিন (১ম ব্যাচ), শিমুল দাস (২য় ব্যাচ), রাজিব সরকার (৩য় ব্যাচ), কাজী রেজওয়ান হোসেন (৬ষ্ঠ ব্যাচ), সানজিদা মুনমুন (৭ম ব্যাচ), আশিক মাহমুদ (৭ম ব্যাচ) এবং এ কে এম মেহেদী হাসান (৮ম ব্যাচ)।

নবনির্বাচিত সভাপতি এম. এম. মেহেদী হাসান বলেন, “আমরা প্রথমে অ্যালামনাই সদস্য সংখ্যা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছি। এনএফএস পরিবারের সব প্রাক্তন শিক্ষার্থীকে একই প্ল্যাটফর্মে যুক্ত করে পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করা এবং নবীনদের ক্যারিয়ার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখাই আমাদের লক্ষ্য।”

সাধারণ সম্পাদক এস. এম. হেদায়েতুল ইসলাম বলেন, “বহু প্রতীক্ষার পর এনএফএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে অনুষদের সার্বিক উন্নয়নে কাজ করব।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এই সংগঠনটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি গবেষণা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট