
হবিগঞ্জের মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মোট ৩৫টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ১৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ শাহীন মিয়া,কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ সাইফুল ইসলাম, সহ কেন্দ্র সচিব ছিলেন ওবায়দুল হক উজ্জ্বল, কাজী বাছির আহমেদ, হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ খোকন মিয়া, মোঃ আল আমিন ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম।
কিন্ডারগার্টেন সভাপতি শফিকুল ইসলাম ডালিম,সেক্রেটারি আলমাছ আহমেদ টুটুল,ফেরদৌস মিয়া,কুদ্দুস মিয়া,মুক্তার মিয়া,এখলাছ মিয়া,শামীম মিয়া তারাও কেন্দ্রে অনেক দায়িত্ব পালন করেন,কেন্দ্রে মেডিকেল টিমের দায়িত্বে ছিলেন,মোঃ শাহ আলম এবং মোঃ শাহজান মিয়া।
পরীক্ষা শেষে সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের মেধা যাচাই ও উৎসাহ প্রদানের উদ্দেশ্যেই এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষাপ্রেমী অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়ের সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ।
বৃত্তি পরীক্ষা পরিদর্শনে আসেন এড.আমিনুল ইসলাম,চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ মোঃ সোহেল,সাবেক ভাইস চেয়ারম্যান আঃআজিজ,হাজ্বী গোলাপ খাঁন,মাসুক মিয়া সাংবাদিক রোকন উদ্দিন লস্কর,সালমান আহমেদ,কাদির মিয়া,হামিদুর রহমান,রুবেল মিয়া প্রমুখ।