
ফরিদপুরের ভাঙ্গায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদেরকে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ১৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা, মসুর ও খেসারী ফসলের বীজ ও সার বিতরণ করা হয়।
সরিষা চাষিদের মাঝে ১ কেজি, বারি সরিষা-১৪ এর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
মসুর চাষিদের ৫ কেজি বারি মসুর-৮ এর বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়।
খেসারী চাষিদের মাঝে ৮ কেজি বারি খেসারী-৩ এর বীজ এবং ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোল্লা আল-মামুনের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কাজী রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদা আক্তার নিপা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন এলাকার কৃষক -কৃষাণীবৃন্দ।